Kalki 2898 AD Trailer: ‘ভগবান’-এর ভ্রূণকে বাঁচাবেন অমিতাভ!

নাগ অশ্বিনের আগামী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে উন্মাদনার সীমা নেই। আগেই জানা গিয়েছিল, গতকাল মুক্তি পাবে এই ছবির ট্রেলার। সেইমত, অনুরাগীদের খুশী করে, গতকাল ১০ই জুন মুক্তি পেয়েছে পৌরাণিক কল্পবিজ্ঞানের কাহিনী ‘কল্কি’র ট্রেলার।

মিনিটতিনেকের এই ট্রেলারে দেখা মিলেছে বেশ কিছু তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর। দেখা যাচ্ছে পদ্মার (দীপিকা পাড়ুকোন) গর্ভে জন্ম নিতে চলেছে এক শিশু। সেই শিশুর আসল পরিচয় জানে না পদ্মা নিজেও। জানে কেবল দ্রোণপুত্র অশ্বত্থামা (অমিতাভ বচ্চন)। শয়তানের (শাশ্বত চট্টোপাধ্যায়) হাত থেকে ভগবানের সেই ভ্রূণকে বাঁচাতে তাই এগিয়ে এসেছেন তিনিই। ট্রেলারে দেখা মিলেছে প্রভাস এবং দিশা পাটনিরও।

ট্রেলারের জমজমাট অ্যাকশন দৃশ্যে তরুণদেরও মাত দিয়েছেন অমিতাভ। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন প্রভাসও। ট্রেলারের শেষে দেখা মিলেছে আরো এক জনপ্রিয় দক্ষিণী তারকার।
অমিতাভের মতই দুর্দান্ত মেক-আপে দেখা মিলেছে তাঁরও। মুণ্ডিত মস্তক এবং কুঞ্চিত ত্বকসম্পন্ন সেই ব্যক্তি আসলে কমল হাসান। ট্রেলারে তিনি ঘোষণা করছেন এক নবযুগের আগমন। তবে বাঙালিদের কাছে এ ছবি নিয়ে বিশেষ উৎসাহের অন্যতম কারণ শাশ্বত চট্টোপাধ্যায়। টলিপাড়া ছাড়াও নিয়মিত একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন অভিনেতা। এই ছবিতে মুখ্য খলনায়ক হিসেবে তাঁকে পেয়ে বেশ খুশী সকলে।

এর আগে একটি ভিডিওর মাধ্যমে অনুরাগীদের পরিচয় হয়েছিল অশ্বত্থামারূপী অমিতাভের সঙ্গে। প্রভাসকেও দর্শকেরা চিনেছেন ভৈরবের রূপে। তবে এঁদের ছাড়াও ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাজেন্দ্র প্রসাদ, পশুপতি, ব্রহ্মানন্দম এবং বৈজয়ন্তীকে। তেলেগু ছাড়াও হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়লম ভাষাতেও মুক্তি পেতে চলেছে এই ছবি। ‘কল্কি ২৮৯৮ এডি’র সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সন্তোষ নারায়ণন।

নবযুগের সূচনা অবশ্য হওয়ার কথা ছিল আগেই। ‘কল্কি’র ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল গত ৯ই মে। কিন্তু লোকসভা ভোটের কাঁটা সে যজ্ঞ সমাধা হতে দেয়নি। অবশেষে, সব বাধা পেরিয়ে, ভক্তদের মুখে হাসি ফুটিয়ে, সি. অশ্বিনী দত্ত, স্বপ্না দত্ত এবং প্রিয়াঙ্কা দত্ত প্রযোজিত এই বহুপ্রতীক্ষিত ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৭শে জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top