Sonakshi Sinha Wedding: চলতি মাসেই বিয়ে করছেন সোনাক্ষী, পাত্র কে!

পছন্দের তারকাদের বিয়ে হয়ে যাক, তা বোধহয় বহু ভক্তই চান না। কিন্তু বলিপাড়ার অনুরাগীদের মন ভাঙার আর শেষ নেই। চলতি মাসেই পড়তে চলেছে আরো এক উইকেট। শোনা যাচ্ছে, গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা।

বিখ্যাত এক সংবাদপত্রের সূত্রেই জানা গিয়েছে এই খবর। কিন্তু কাকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী! জানা গিয়েছে, বলিপাড়ার এই হার্টথ্রব বিয়ে করবেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক, অভিনেতা জাহির ইকবালকেই। পিতা শত্রুঘ্ন সিনহা আশীর্বাদও করেছেন হবু দম্পতিকে। আগামী ২৩শে জুন বিয়ে করতে চলেছেন তাঁরা। দক্ষিণ মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলেই জমবে আসর।

‘ডবল এক্স এল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সোনাক্ষী এবং জাহির। বহুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল দু’জনের সম্পর্কের কথা। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনোদিনই তেমন কিছু বলেননি তাঁরা। বরাবরই ‘বন্ধু’ হিসেবে পরিচয় দিয়েছেন পরস্পরকে। তবে কিছুদিন আগে, বরুণ শর্মার ইনস্টা-স্টোরি দেখে সাময়িক সন্দিহান হয়েছিলেন অনুরাগীরা। তারপর আবার, সম্প্রতি সোনাক্ষীর জন্মদিনে একটি পোস্ট করেছিলেন জাহির ইকবাল।

প্রেমিকার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জাহির ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে সোনজ!’ গতবছরেও সোনাক্ষীর জন্মদিনের উইশ পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন ‘আই লাভ ইউ’। ইঙ্গিতপূর্ণ সেই পোস্টের অর্থ নিয়ে আলোচনা করেছিলেন অনেকেই। সেই সময়েও অল্পস্বল্প জল্পনা চলেছিল তাঁদের সম্পর্ক ঘিরে। কিন্তু সেভাবে কোনোদিন প্রকাশ্যে না আসায় অভিনেত্রীর বিবাহ-সংবাদে বিস্মিত হয়েছেন অনেকেই।

জানা গিয়েছে, সম্পর্কের মতই চমক রয়েছে বিয়ের নিমন্ত্রণপত্রেও। একটি পত্রিকার আদলে তৈরি করা হয়েছে সেই নিমন্ত্রণপত্র। সেই ‘পত্রিকা’র প্রচ্ছদে লেখা রয়েছে ‘গুঞ্জন এবার সত্যি’। তবে সেই গুঞ্জন সত্যি হওয়ার প্রাথমিক ধাক্কা সামলে সোনাক্ষীর ভক্তরাও হয়ত এবার চোখ রাখছেন তাঁর টাইমলাইনে!

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top