মহাকাশ থেকে দেখা যাবে! বিশ্বের সবচেয়ে বড় সোলার পার্ক ভারতে।

আজকের দিনে দাঁড়িয়ে বহু প্রচলিত শক্তির উৎস কয়লা, খনিজ তেল ইত্যাদি যেমন একদিন শেষ হয়ে যাবে, তার সাথে প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে বিপুল মাত্রায় পরিবেশ দূষণ। আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে। গবেষকদের ধারণা ২০৩০ সাল এর মধ্যে সুমেরু হয়ে যাবে বরফ শূণ্য, অ্যান্টার্কটিকার প্রায় ৩০ শতাংশ বরফ গলে যাবে। কলকাতা, মুম্বাই, চেন্নাই, নিউইয়র্কের মত উপকূলবর্তী শহর গুলো হবে সমুদ্র জলে নিমজ্জিত। বিকল্প একটাই এবং তা হল অপ্রচলিত সবুজ শক্তির ব্যবহার, যার মধ্যে পড়ে বায়ু শক্তি, সৌর শক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি।

প্রতিবছর কপ সামিট  অনুষ্ঠিত হয় সব দেশ গুলোকে একত্রে পরিবেশ দূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করতে। পশ্চিমের উন্নত দেশ গুলো চায় সব দেশ যেন একসাথে কয়লা ও পেট্রোলিয়াম এর ব্যবহার কমিয়ে দেয়। পূর্বের উন্নয়নশীল দেশ গুলো যুক্তি দেয় বিগত শতাব্দী গুলোতে পশ্চিমের দেশ গুলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে উপনিবেশ স্থাপন করে নিজেদের ইচ্ছে মত পরিবেশ দূষণ করে নিজেদের দেশ গুলো কে উন্নত করে নিয়েছে, এখন তারা চাইছে উন্নয়নশীল ও অনুন্নত দেশ গুলি তাদের তালে তাল মিলিয়ে চলুক নিজেদের অনুন্নত রেখে। যা পাশ্চাত্যের হিপোক্রেসি কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
ভারত আন্তর্জাতিক মঞ্চে ২০৩০ সাল পর্যন্ত দেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলবে এবং ২০৬০ সাল এর মধ্যে কার্বনশূন্য দেশ হবার লক্ষ্য রেখেছে l আর এর জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার মধ্যে উল্লেযোগ্য – ভাদলা সোলার পার্ক, যা বিশ্বের বৃহত্তম সোলার পার্ক। মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায় এই বিশালায়তন সোলার পার্কটি। প্রায় ১৪,০০০ একর জুড়ে রাজস্থান এর থর মরুভূমিতে ভাদলা, পালোদি জেলায় এটি অবস্থিত। এই পার্কটির ক্ষমতা প্রায় ২,২৪৫ মেগা ওয়াট যা প্রায় ২কোটি ভারতবাসীর বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম। সোলার পার্ক টি তৈরি করতে আনুমানিক খরচ পড়েছে ২,১৭৫ বিলিয়ন আমেরিকান ডলার। এই প্রকল্প সাধুবাদ পেয়েছে আন্তর্জাতিক মঞ্চে। ২০৬০ সাল পর্যন্ত ভারতবর্ষকে কার্বনমুক্ত দেশ করার পথে এটি একটি বড় পদক্ষেপ।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
Scroll to Top