গিয়েছিলেন নিজেদের বিয়ের সম্বন্ধ পাকা করতে। কিন্তু তার বদলে বাবা-মায়ের প্রেমের প্যাঁচে আটকা পড়ল তরুণ-তরুণী। এবার কী করবে তারা? এমনই এক অদ্ভুত হাসির গল্প নিয়ে আসতে চলেছে ইশরত খান পরিচালিত পারিবারিক ছবি ‘লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ’। সম্প্রতি মুক্তি পেল তার ট্রেলার।
বরাবরের মত, এবারেও এক অন্যরকম কাহিনী নিয়ে আসছে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্ম। ছবির মূল কেন্দ্রে দুই তরুণ-তরুণী লাভ (সানি সিং) এবং ঈশিকা (অভনীত কৌর)। ঈশিকার সঙ্গে বিয়ের সম্বন্ধ করতে চায় লাভ। সেবিষয়ে কথা বলার জন্য দেখাও করে তারা। এত অবধি সব ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধল এরপর। লাভের বিপত্নীক বাবা প্রেম কুমার (আন্নু কাপুর) আচমকাই প্রেমে পড়েন ঈশিকার সিঙ্গল মাদারের (সুপ্রিয়া পাঠক)। গল্পে আরো একটু টুইস্ট যোগাতেই বোধহয়, এরপর ‘এন্ট্রি’ ঘটে ঈশিকার মায়ের পাগলপ্রেমী রাজপাল যাদবের।
এবার কী করবে লাভ আর ঈশিকা! আদৌ কি বিয়ে করতে পারবে তারা? নাকি বাবা-মায়ের জন্য তারা বিসর্জন দেবে নিজেদের ভালবাসাকে! আন্নু কাপুর এবং রাজপাল যাদবের মত দু’জন বড়মাপের কৌতুকাভিনেতা রয়েছেন এই ছবিতে। ‘থিঙ্কিঙ্ক পিকচার্স লিমিটেড’-এর সহায়তায় হাসি-মজার মোড়কে তৈরী অন্যধারার এই ছবি প্রযোজনা করছেন ‘ভানুশালী স্টুডিয়োজ লিমিটেড’।
ZEE5-এর চিফ বিজনেস অফিসার মনীশ কালরা বলেন, ‘এটা একটা রোম্যান্টিক কমেডি ছবি, এরকম পারিবারিক ছবি আনতে পেরে আমরা খুশী।’ প্রযোজক বিনোদ ভংশালি বলেন, ‘রাজ শাণ্ডিল্যের লেখা অসাধারণ এই হাসির ছবি টার্ন এবং টুইস্টে ভরা। আশা করি আমাদের দর্শকরা এই ফ্যাম-কম উপভোগ করবেন।’
পরিচালক ইশরত খান জানান, ‘ছবির ট্রেলারেই দর্শকদের জন্য প্রচুর হাসি অপেক্ষা করে আছে। এই রম-কম ছবি দর্শকদের অন্যভাবে ভাবতে উৎসাহ দেবে।’ সুপ্রিয়া পাঠক, আন্নু কাপুর, রাজপাল যাদব, সানি সিং, অভনীত কৌর – প্রত্যেকেই এই ছবিতে কাজ করে অত্যন্ত খুশী।
ইশরত খান পরিচালিত এই ছবি জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই জুন।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।