মেঘ মানুষের রূপকথা — মুক্তি পেল “মানিকবাবুর মেঘ”–এর ট্রেলার!

প্রেম বলতেই যে সম্পর্কের কথা মাথায় আসে তা হল একজন নারী এবং পুরুষের সম্পর্ক। কিন্তু কখনো কি মেঘের সঙ্গে প্রেম হয়? পরিচালক অভিনন্দন ব্যানার্জির পরিচালিত ছবি “মানিকবাবুর মেঘ” গল্প বলবে এই সম্পর্কের।


‘The Cloud & The Man’, ‘মানিকবাবুর মেঘ’, এমন একজন মানুষের গল্প যিনি কলকাতার একটি বিধ্বস্ত এলাকায় বসবাস করেন। যিনি প্রকৃতিগতভাবে একাকী। নিজের বলতে আছে তাঁর অসুস্থ বাবা, যিনি তাঁর কাছে একটি অ্যালার্ম ক্লক মাত্র।
একদিন তাঁর বাবাও তাঁকে রেখে পরলোকগমন করেন। তাঁর চারপাশের জগৎ যখন ভেঙে পড়তে শুরু করে, সেই সময় তাঁর জীবনে একজন হাজির হয়। যে তাঁর জীবন এবং এই ছবির গল্পে পরিবর্তন নিয়ে আসে। তাঁর পরিচয় হয় একটি মেঘের সঙ্গে। নিজের একাকিত্ব কাটাতে সেই মেঘের সঙ্গে এক অস্বাভাবিক রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন মানিকবাবু। প্রকৃতি কি মানুষকে পরিণত করবে? নাকি মানুষ প্রকৃতিকে আলিঙ্গন করবে?

কলকাতার এক নামকরা ক্যাফেতে খোলা আকাশের নিচে গত ২৬শে জুন মুক্তি পেল ছবির ট্রেলার এবং ছবির গান “তোমার আমার গল্প”। গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং গানটি লিখেছেন অভিনন্দন ব্যানার্জি স্বয়ং, মিউজিক করেছেন শুভজিৎ মুখার্জী।

ছবিটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় এবং পুরস্কৃত হয়। ছবিতে ‘মানিকবাবুর’ ভূমিকায় অভিনয় করেছেন চন্দন সেন, যার জন্য রাশিয়ায় প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার আসনে পুরস্কৃত হন তিনি।

চন্দন সেন ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে ব্রাত্য বসু,দেবেশ রায়চৌধুরী এবং নিমাই ঘোষসহ আরো কিছু অভিনেতাকে।

পরিচালক অভিনন্দন ব্যানার্জি বলেন, “প্রকৃতি সবসময় আমার জন্য সবচেয়ে বড় পরামর্শদাতা এবং অনুপ্রেরণা। পাতা,সমুদ্র,পাহাড়, পোকামাকড়, বৃষ্টি ,ঘাসের ডগায় শিশির বিন্দু ছোট থেকে বড়–সবকিছু দিয়েই সে তার সৌন্দর্যে আমায় বারবার মুগ্ধ করে। “মানিকবাবুর মেঘ”-এর জন্ম হয়েছিল সেইদিন, যেদিন এক প্রখর রৌদ্রোজ্জ্বল দিনে একটি মেঘ আমায় নিজের ছায়ায় আশ্রয় দিয়েছিল।

চন্দন সেন মেঘের সঙ্গে বোঝাপড়া করার প্রসঙ্গে বলেছেন, “এটি খুব একটা কষ্টকল্পিত নয়, কারণ কলকাতা শহরে এমন অনেক মানুষ রয়েছে যারা মাঝে মধ্যেই মেঘেদের সঙ্গে যোগাযোগস্থাপন করে এবং ছোটবেলা থেকেই আমরা এমনটা করে এসেছি। এখানে একটা ঘটনা রয়েছে, ছবিতে লোকটা মেঘের তারা খায় আর আশ্চর্যভাবে আমিও খেয়েছিলাম দু’একবার মেঘের তারা।”
তিনি আরো বলেন, “বাংলা সিনেমা বহুকাল আগে যেই ধারা শুরু করেছিল সেই ধারার একটা ছোঁয়া পাবে দর্শকরা এই ছবিতে। এটা কোন সিরিয়াল নয়, ওটিটি নয় এটি হলো একটি দৃশ্যকাব্য।”

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেছেন “যে গানটি আমি গেয়েছি সেই গানটির থেকে ছবির বিস্তৃতি অনেক বেশি। সব ছবি তো হৃদয় স্পর্শ করতে পারে না, মনের মধ্যে দাগ কেটে যেতে পারে না, কিন্তু এই ছবিটা আমার মনের মধ্যে অনেকদিন রয়ে যাবে চন্দনদা এবং অভিনন্দন আমাকে যা দিয়েছে সেটা বহু দীর্ঘমেয়াদী, ইট উইল স্টে ভেরি লং।”

বুদ্ধায়ন মুখার্জি এবং মোনালিসা মুখার্জির প্রযোজনায় ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১২ জুলাই,২০২৪।

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts
Scroll to Top