কর্পোরেট থ্রিলারে হত্যা আর রহস্যের জালে জয়দীপ-প্রিয়াঙ্কা-সুব্রত!
‘এই শহরে’, ‘বলি’, ‘আকাশী পুলওভার’, ‘অধরা’ – তাঁর এই সবক’টি ছবিই হয়েছিল জনপ্রিয়। তিনি অরফিউস মুখোটি। গত ৩রা জানুয়ারি মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি ‘মুখোশে মানুষে খেলা – ডার্ক মাইন্ড গেমস’-এর ফার্স্ট লুক পোস্টার।
এক খুনের রহস্যের চারপাশে। তবে অন্যান্য খুনের রহস্যের থেকে অনেকটাই আলাদা ‘মুখোশে মানুষে খেলা’। কারণ এ ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে মনস্তত্ত্ব। ‘ডার্ক মাইন্ড’-এর খেলা জমিয়ে তুলবে থ্রিলার এই ছবিকে। এই ছবিতে মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, প্রিয়াঙ্কা সরকার এবং জয়দীপ চক্রবর্তী। ছবির ফার্স্টলুক পোস্টারে দেখা মিলেছে তাঁদের তিনজনেরই। এছাড়াও, একটা অন্যধরনের চমকও রয়েছে ছবির কাস্টে। বাস্তবজীবনের পুলিশ অফিসার, এসিপি অলোক সান্যাল এই ছবিতে থাকছেন নিজেরই চরিত্রে।
জয় সান্যাল (জয়দীপ চক্রবর্তী) নামে এক ব্যবসায়ী, তাঁর শত্রুপক্ষের ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন একটি হত্যারহস্যের জালে। ঘটে চলে একের পর এক খুনের ঘটনা। আর সেইসঙ্গে তাঁর পরিচয় হতে থাকে নিজের জীবনের অন্ধকারদিকটার সঙ্গে। প্রিয়াঙ্কার চরিত্রটি এই ছবিতে একজন কর্পোরেটে কর্মরতা রহস্যময় মহিলার, নাম নন্দিনী। সুব্রত দত্ত এই ছবিতে ধরা দেবেন মানিক সেন নামে একজন তদন্তকারীর ভূমিকায়।
ছবির কাহিনীও লিখেছেন আবু ধাবি-নিবাসী অভিনেতা জয়দীপ চক্রবর্তী। এর আগে একাধিক শর্টফিল্মে ও থিয়েটারে কাজ করেছেন তিনি। তবে ফিচার ফিল্মে ডেবিউ করছেন এই ছবির হাত ধরেই। তিনি জানান, ‘ছবিটিতে প্রাণ দেওয়ার অভিজ্ঞতা ছিল খুবই আনন্দের।’ পরিচালক অরফিউসের মতে, ‘ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত রহস্যে মোড়া। কর্পোরেট থ্রিলার জঁরে একটা যুগান্তকারী কাজ হতে চলেছে এই ছবি।’
UAE-র সাবিত্রী প্রোডাকশনস প্রযোজিত এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব ছিল সৌরভ দে-র হাতে, মিউজিকের দায়িত্ব সামলেছেন কৌশিক ঘোষ। ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন ক্যাকটাস ব্যান্ডের অভিজিৎ বর্মন ওরফে পটা।
চলতি বছরেই আগামী ফেব্রুয়ারি মাসে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘মুখোশে মানুষে খেলা – ডার্ক মাইন্ড গেমস’।