Live Entertainment & Love Lifestyle

Friday, April 11, 2025
Bollywood

Pushpa 2 Release Date: দুঃসংবাদ! পিছিয়ে গেল ‘পুষ্পা ২’-র মুক্তি!

আগেই জানা গিয়েছিল, দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দারুণ সাফল্যের পর, আসছে ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবিটির জন্য বহুদিন থেকেই অপেক্ষা করে রয়েছেন বহু অনুরাগী। তবে তাঁদের জন্য এবার দুঃসংবাদ। পিছিয়ে গেল ‘পুষ্পা ২’র মুক্তি।

জানা গিয়েছিল, অনেকগুলি ভাষার সঙ্গে বাংলাতেও মুক্তি পাবে এই ছবি। যেকোনো ছবি আঞ্চলিক ভাষায় ডাবিং করা হলে, স্বাভাবিকভাবেই আবেদন বাড়ে তার। তবে ‘পুষ্পা’-নির্মাতারা আরো একধাপ উপরে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান, টাইটেল ট্র্যাক ‘পুষ্পা পুষ্পা’। ‘পুষ্পা ২’-র সেই গানও মুক্তি পেয়েছে বিভিন্ন আঞ্চলিক ভাষায়। টি সিরিজের তরফে তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়ালম এবং বাংলা ভাষায় তৈরী করা হয়েছে গানটি। বাংলা ভাষায় এ গানের কথা লিখেছেন জনপ্রিয় লেখক, কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েওছেন আরেক জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস।

২০২১ সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি ছিল ‘পুষ্পা’। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত এই ছবি বক্সঅফিস কাঁপানোর সঙ্গে সঙ্গে মন জয় করেছিল আপামর দর্শকদের। পুষ্পা এবং বানোয়ার সিংয়ের দ্বন্দ্বের দ্বিতীয় ভাগ দেখতে স্বাভাবিকভাবেই অত্যন্ত আগ্রহী সকলেই। কথা ছিল, চলতি বছরের ১৫ই আগস্ট মুক্তি পাবে দক্ষিণী পরিচালক সুকুমার পরিচালিত এই ছবি। কিন্তু আচমকাই ছন্দপতন।

তবে নির্মাতারা জানিয়েছেন, দেরী হলেও এই ছবি মুক্তি পাবে এই বছরেই। নয়া মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন তাঁরা। বহুপ্রতীক্ষিত ‘পুষ্পা ২’ মুক্তি পেতে চলেছে আগামী ৬ই ডিসেম্বর।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।