বর্ষশেষে সল্লুর চমক, এল ‘সিকন্দর’-এর ‘সোয়্যাগ-প্যাকড’ টিজার
সলমন খানের নতুন ছবি আসছে, সুপারস্টারের ভক্তদের কাছে এর চেয়ে আনন্দের বোধহয় আর কিছুই নয়। তাই বর্ষশেষে, ভক্তদের এক দারুণ উপহার দিলেন সল্লুভাই স্বয়ং। মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘সিকন্দর’-এর ‘সোয়্যাগ-প্যাকড’ টিজার।
মিনিটদেড়েকের এই টিজার এখন ইউটিউবের ট্রেন্ডিংয়ের তালিকায় এক নম্বরে। ছবিতে শোনা যাচ্ছে সলমনের একটা দারুণ সংলাপ। তিনি বলছেন, তাঁর পিছনে লেগে রয়েছে অনেকেই, কিন্তু তিনি ঘুরলে, তারা কেউই তাঁর সামনে দাঁড়াতে পারবে না।
দুর্দান্ত অ্যাকশনের সঙ্গে টিজার জমিয়ে দিয়েছে সন্তোষ নারায়ণনের ব্যাকগ্রাউন্ড স্কোর। বোঝা যাচ্ছে, এছবিতে সল্লুমিঞাকে পাওয়া যাবে একেবারে অন্যরূপে। নামভূমিকায় অভিনয় করছেন তিনি, অর্থাৎ তাঁর চরিত্রের নামও ‘সিকন্দর’।
সলমন খান আর সাজিদ নাদিয়াদওয়ালার জুটি হিট হয়েছে এর আগেও। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত, সলমনের ব্লকবাস্টার ছবি ‘কিক’ কাঁপিয়ে দিয়েছিল বক্সঅফিস। আয় করেছিল ৩০০ কোটি।
এবার ‘সিকন্দর’ ছবিতে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন পরিচালক এ. আর. মুরুগাদস। তাঁর গল্প বলার শৈলী, ছবির মান বাড়িয়ে দেবে অনেকটাই।
জানা গিয়েছে, এই ছবিতে সলমনের অবতার একেবারেই নতুন। এর আগে তাঁকে এভাবে দেখা যায়নি পর্দায়। ‘কিক’-এর পর সুপারস্টারের এই প্রত্যাবর্তনে উন্মাদনা বেড়েছে তাঁর ভক্তমহলে। আগামী বছরে, ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে ‘সিকন্দর’।