৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিনেমাপ্রেমীদের মনে উষ্ণতা ছড়িয়েছে ইতিমধ্যেই। শীতের মরশুমে, ডিসেম্বরের প্রথমেই শুরু হয়ে যাচ্ছে এই উৎসব। থাকছে বাঙালীদের প্রধান আকর্ষণ ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগও।
এবারে ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে প্রদর্শিত হবে মোট সাতটি নতুন বাংলা ছবি, প্রতিটিই ‘ইন্ডিয়া প্রিমিয়ার’। সাতটি ছবিই কিন্তু ভিন্ন ভিন্ন পরিসরের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই বড়পর্দায় ছবি দেখতে চান যাঁরা, তাঁদের জন্য রইল সেই সাত ছবির তালিকা।
(১) এই রাত তোমার আমার: পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে জুটিতে দেখা যেতে চলেছে অভিনেত্রী অপর্ণা সেন ও অভিনেতা অঞ্জন দত্তকে। দীর্ঘ সফল কেরিয়ারজীবনে, একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করলেও, কোনো ছবিতেই জুটি বাঁধেননি তাঁরা। এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় তাঁদের মধ্যে নতুনধরনের রসায়ন দেখতে পাবে দর্শক।
(২) ধ্রুবর আশ্চর্য জীবন: এই ছবির পরিচালক অভিজিৎ চৌধুরী। ছবির মুখ্য চরিত্র ধ্রুবর ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু। এর আগেও ‘টুরু লাভ’-এ একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল তাঁদের। ঋষভ ছাড়াও ছবিতে দেখা মিলবে দেবেশ চট্টোপাধ্যায়, কোরক সামন্ত, বাদশা মৈত্র, আনন্দরূপা চক্রবর্তীর মত তাবড় অভিনেতা-অভিনেত্রীদের।
(৩) আপিস: পরিচালক অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়ের এই ছবি আসলে প্রথিতযশা লেখিকা বাণী বসুর একটি কাহিনী অবলম্বনে নির্মিত। নারীকেন্দ্রিক এই ছবিতে দেখানো হবে সমাজের দুই স্তরের দুই নারীর কথা। তাঁরা দু’জনেই ভিন্নধারার ‘আপিসে’ যান। সেই দুই চরিত্রে, অর্থাৎ এই ছবির মূল চরিত্রে রয়েছেন দুই বলিষ্ঠ অভিনেত্রী, সন্দীপ্তা সেন এবং সুদীপ্তা চক্রবর্তী। এছাড়াও এ ছবিতে দেখা মিলবে কিঞ্জল নন্দ।
(৪) কাল্পনিক: অর্ক মুখোপাধ্যায় পরিচালিত এ ছবির পরতে পরতে আছে খুন, রহস্য, মনস্তত্ত্ব। ভোটের আগে হঠাৎই খোঁজ মেলে এক মন্দিরের ধ্বংসাবশেষের। অন্যদিকে, এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের খুনের রহস্যের সঙ্গে একটু একটু করে জড়িয়ে পড়েন এক ধূসর চরিত্রের সাংবাদিক। চেষ্টা করেন রহস্যের কেন্দ্রে পৌঁছনোর। এ ছবিতে দেখা মিলবে রজতাভ দত্ত, শতাক্ষী নন্দী, মহ. শহীদুর রহমান, সায়ন ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়ের মত তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের।
(৫) ভানু: ‘ভানুসিংহের জন্মের সার্ধশতবর্ষের উদযাপন’ – ঠিক এমনটাই লেখা আছে ছবির প্রোমোতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোরবেলা, তাঁর কবি হয়ে ওঠার যাত্রার সঙ্গী হতে পারবেন এই ছবির দর্শক। অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন অঙ্কিত মজুমদার, অনুষ্কা চক্রবর্তী প্রমুখ।
(৬) মন মাতাল: নেশার অতলে তলিয়ে যাওয়া মানুষদের, সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার গল্প বলবে দীপক বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি। এই ছবি আসলে বেঁচে থাকার গল্প, সম্পর্কের গল্প, সেইসব মানুষদের গল্প, যারা আসক্তি নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে নিরন্তর। এ ছবিতে শিলাজিৎ মজুমদার ও দেবদান আরিয়ান ভৌমিককে অভিনয় করতে দেখা যাবে।
(৭) অহনা: পিতৃতান্ত্রিক সমাজে এক নারীর উত্থানের গল্প বলবে প্রমিতা ভৌমিক পরিচালিত এই ছবি। সমাজের চাপিয়ে দেওয়া নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, এক লেখিকার এগিয়ে যাওয়ার গল্পের সঙ্গে সঙ্গে, পুরুষদের বন্ধ্যাত্বের মত সমস্যা, যা ভারতীয় সমাজ সহজভাবে মেনে নিতে এখনো অক্ষম, তাকেও স্পর্শ করবে ‘অহনা’। সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, পায়েল রক্ষিতের দেখা মিলবে এই ছবিতে।
৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৪ঠা ডিসেম্বর। ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৯টি প্রেক্ষাগৃহে, ১১ই ডিসেম্বর অবধি চলবে এই চলচ্চিত্র উৎসব।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।