EntertainmentTollywood

Srijit Mukherji: মুক্তি পেল পোস্টার, কবে আসছে নতুন ছবি?

সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েবসিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। দর্শকমহলে যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে সেই ছবি। সে খবর পুরোনো হওয়ার আগেই পরিচালক সৃজিত মুখার্জী হাজির তাঁর নতুন ছবির খবর নিয়ে। কবে আসছে তাঁর আগামী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’?

‘Ek Ruka Hua Faisla’ ছবির কথা মনে আছে? ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে ছিলেন ১২জন জুরি। অভিযুক্ত ছেলেটি আদৌ খুন করেছে কিনা, সেই নিয়ে মতানৈক্য হয় তাঁদের মধ্যে। শুধু ছবি নয়, রঞ্জিত কাপুরের এই কাহিনী অভিনীত হয়েছে মঞ্চেও। এবার সেই কাহিনী নিয়েই আসছে সৃজিতের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। আজ মুক্তি পেল ছবির পোস্টার। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছরের প্রথম মাসেই।

১৪জন তাবড় অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরী হয়েছে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নুর ইসলামকে দেখা যাবে এই ছবিতে।

SVF প্রযোজনা সংস্থার তরফ থেকে মার্চের প্রথমেই অনুষ্ঠিত হয়েছিল ‘মহা মহরৎ’। আরো তিনখানা নতুন ছবির সঙ্গে জানা গিয়েছিল সৃজিত মুখার্জীর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর নামও। সৃজিতের ছবিতে ফুটে উঠবে বিভিন্নরকম আর্থ-সামাজিক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিসহ আরো অনেক গভীরতর ভাবনাচিন্তা। SVF প্রযোজিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ২৩শে জানুয়ারি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।