Live Entertainment & Love Lifestyle

Wednesday, April 2, 2025
TV show

Sun Bangla: লাখ টাকার লক্ষীলাভ! ছোটপর্দায় সুদীপ্তার পুনরাবির্ভাব

টিভিতে খবরের পাশাপাশি ধারাবাহিক ও রিয়েলিটি শো-এর চাহিদা এখন অনেক বেশী। সেটা বাংলা ভাষা হোক বা অন্য কোনো ভাষায়। তাই নিত্যনতুন ধারাবাহিকের সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলগুলি দর্শকদের মনোরঞ্জনের জন্য নিয়ে আসছে নতুন চমকের রিয়েলিটি শো। এবার এই তালিকায় নাম লেখালো সান বাংলা। মহিলাদের নিয়ে সান বাংলায় আসছে নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’।

বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না।
গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে থাকবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীকে এবার নতুনরূপে দেখা যাবে সান বাংলায়। তিনি প্রায় অনেকদিন পর টেলিভিশনের পর্দায় ফিরছেন। এই শোটি আপাতত চারমাসের জন্য করা হবে বলে ঠিক করা হয়েছে।
এই রিয়েলিটি শোয়ের পরিচালক হলেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। শোটির টাইটেল ট্র্যাক গেয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং কম্পোজ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

“লাখ টাকার লক্ষ্মীলাভ” শোটি বাংলার মহিলাদের নিজের স্বপ্নপূরণের একটি প্ল্যাটফর্ম হতে চলেছে। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই নয়া উদ্যোগ।
খুব শীঘ্রই সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। আপাতত অডিশন পর্ব চলছে, যার মাধ্যমে বাংলার ঘরে ঘরে একটা সুযোগ তৈরি হচ্ছে এই শোতে গিয়ে নিজেদের লাখপতি তৈরি করার।

এখন শুধু দেখা বাকি দর্শকদের মন কতটা কাড়তে পারে এই বাংলা রিয়েলিটি শো “লাখ টাকার লক্ষ্মীলাভ”।

 

 

Author

  • Shreya Manna

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।

    View all posts Writer

Shreya Manna

কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।