Live Entertainment & Love Lifestyle

Thursday, April 10, 2025
Tollywood

SVF Awards: ‘সিএমও চর্চা’তে দুর্দান্ত জয়জয়কার SVF-এর

বহুদিন ধরেই জনপ্রিয়তার নিরিখে বিনোদনজগতের একেবারে শীর্ষস্থানে নিজেদের নাম ধরে রেখেছে ‘SVF’। এবারে আরো একবার নিজেদের অসাধারণত্বের প্রমাণ দিল তারা।

Adgully-র ‘সিএমও চর্চা’ এক অন্যরকম উদ্যোগ। ডিজিটাল প্ল্যাটফর্মে সাফল্য ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন মিডিয়া কোম্পানি, সংস্থা বা কিছুক্ষেত্রে ব্যক্তিবিশেষকেও সম্মানিত করা হয় এর মঞ্চে। সেই মঞ্চেই একটি-দু’টি নয়, বেশ কিছু সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে এই ব্র্যান্ড। ‘রিজিওনাল ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার অ্যাওয়ার্ড’, ‘বেস্ট ইন্টিগ্রেটেড মার্কেটিং ক্যাম্পেইন’, ‘বেস্ট টিভি কমার্শিয়াল’, ‘বেস্ট ইউজ অব স্টোরিটেলিং ইন টিভি অ্যাডভার্টাইজিং’-সহ বিভিন্ন বিভাগে মোট ষোলটি পুরস্কার জিতেছে এসভিএফ ব্র্যান্ড।

কেবল তাই-ই নয়, অকল্পনীয়, ব্যতিক্রমী অবদানের জন্য এই বছরের সেরা মিডিয়া ও এন্টারটেইনমেন্ট কোম্পানি (Media And Entertainment Company Of The Year) হিসেবে চিহ্নিত হয়েছে ‘এসভিএফ এন্টারটেইনমেন্ট’। কলকাতায় আয়োজিত এই চোখধাঁধানো জমজমাট অনুষ্ঠানে সম্মানপ্রদান করা হয়েছে এই ব্র্যান্ডকে। এসভিএফ ব্র্যান্ডের এই জয়জয়কার ছাড়াও আনন্দসংবাদ বয়ে এনেছে আরো একটি ব্র্যান্ড। ‘Most Creative OOH Ad Campaign (hoichoi studios)’, ‘Best Regional Brand Collaboration (hoichoi and sprite)’ এবং ‘Formidable Brands’-এর পুরস্কার পেয়েছে হইচইও।

তবে কেবল ব্র্যান্ডই নয়, সম্মানপ্রদান করা হয়েছে অর্জুন চক্রবর্তী, শ্রুতি দাস, অনির্বাণ ভট্টাচার্য্যের মত বেশ কিছু প্রতিভাকেও। এই দুর্দান্ত সাফল্য এসভিএফকে এগিয়ে দিল আরো কয়েকধাপ। দর্শকদের আরো অনেকটাই কাছাকাছি পৌঁছে গেল তারা।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।