দুই বাংলায় ঝড় তুলে শীঘ্রই মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’। বিনোদন জগতে পঁচিশ বছর কেটে গিয়েছে তাঁর। সেই উপলক্ষ্যেই, গত ২৮শে মে মুক্তি পেয়েছিল সেই ছবির প্রথম গান ‘লাগে উরা ধুরা’। গতকাল, ৫ই জুন মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক।
এর আগে টিজারে বিধ্বংসীরূপে ধরা দিয়েছিলেন তুফানরূপী শাকিব খান। এই গানেও পুনরাবৃত্তি হল তারই। অ্যাকশনে ভরপুর ভিডিওর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখেই তৈরী হয়েছে এই টাইটেল ট্র্যাক। প্রতিটি তালের সঙ্গে সঙ্গেই গরম হচ্ছে রক্ত। তুফানের রাজকীয় হাঁটাচলার মধ্যেই স্পষ্ট তাঁর তেজ। নাভেদ পারভেজের কম্পোজ করা এই গান, ‘র্যাপস্টা দাদু’র বানানো র্যাপে গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক আরিফ রহমান জয়। তাহসান শুভ লিখেছেন গানের কথা।
দুই বাংলার উদ্যোগে মিলিতভাবে তৈরী হওয়া ‘তুফান’ প্রযোজনাও করছে দুই বাংলার নামীদামী তিন প্রযোজনা সংস্থা। ‘Alpha-i’, ‘Chorki’ এবং এপার বাংলার অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা ‘SVF’-এর প্রযোজনায় আসতে চলেছে এই ছবি। শাকিব খানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এছাড়া এই ছবিতে দেখা মিলবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর এবং আরো অনেককেই।
ছবির প্রথম পোস্টারে দেখা গিয়েছিল মেগাস্টার শাকিব খানকে। তাঁর ফার্স্টলুক প্রকাশ্যে আসতেই উন্মাদনা ছড়িয়ে পড়েছিল ভক্তদের মধ্যে। মূল পোস্টারে অবশ্য তাঁর প্রেমিক অবতারের স্পর্শ পেয়েছিলেন অনেকেই। তারপর মুক্তি পেয়েছে ছবির টিজার, গান ইত্যাদি। উন্মাদনা ক্রমশই বাড়ছে এই ছবি নিয়ে।
বলা হচ্ছে, ইতিহাস গড়তে চলেছে মেগাস্টার শাকিব খানের এই ছবি। জানা গিয়েছে, আগামী ঈদ-উল আধায় বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ‘তুফান’। আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পাবে আগামী ২৮শে জুন।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।