ঈদ-উল-আধাতে মুক্তি পেয়েই বাংলাদেশে ঝড় তুলেছে রায়হান রফি পরিচালিত ‘তুফান’। কথা ছিল, আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পাবে আজ, অর্থাৎ ২৮শে জুন। সেইমত, সারা বিশ্বেই ছবিটি আজ মুক্তি পেলেও, ভারতে তা এখনো মুক্তি পায়নি। তবে জানানো হয়েছে ছবিটির ভারতে মুক্তির তারিখ।
মেগাস্টার শাকিব খান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্রজগতে আলোড়ন তুলেছে ‘তুফান’। দুই বাংলার উদ্যোগে মিলিতভাবে তৈরী হওয়া ‘তুফান’ প্রযোজনাও করছে দুই বাংলার নামীদামী তিন প্রযোজনা সংস্থা। ‘Alpha-i’, ‘Chorki’ এবং এপার বাংলার অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা ‘SVF’-এর প্রযোজনায় আসছে এই ছবি।
কেবল বাংলাদেশেই নয়, এ ছবির সাফল্য ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ছবির মুক্তির অন্তত দিনদশেক আগেই অস্ট্রেলিয়ায় বিক্রি হয়ে গিয়েছে দু’হাজারের বেশী টিকিট। রায়হান রফির আগের ছবি ‘পরান’-এর রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে ‘তুফান’। অস্ট্রেলিয়া ছাড়াও, আমেরিকা, লন্ডন, কানাডা, বেলজিয়াম, বাহারিন, ওমান, কাতার, পর্তুগাল-সহ গোটা বিশ্বে শতাধিক প্রেক্ষাগৃহে চলছে ‘তুফান’-এর প্রদর্শনী।
ছবির নাম ঘোষণা থেকে পোস্টার মুক্তি থেকে ট্রেলার মুক্তি, সবসময়েই শিরোনামে ছিল ‘তুফান’। টিজার-ট্রেলারে বিধ্বংসীরূপে ধরা দিয়েছিলেন তুফানরূপী শাকিব খান। মূল পোস্টারে অবশ্য তাঁর প্রেমিক অবতারের স্পর্শ পেয়েছিলেন অনেকেই। তারপর দিন যত এগিয়েছে, তত বেশী দর্শক ভালবাসছেন ‘তুফান’কে। উন্মাদনা ক্রমশই বাড়ছে এই ছবি নিয়ে।
জানা যাচ্ছে, আগামী ৫ই জুলাই ভারতে মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’। সারাবিশ্বে ঝড় তুলে ‘তুফান’ ভারতেও যে ভাল ফল করবে, সে নিয়ে আশাবাদী শাকিব-ভক্তেরা।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।