বিয়ে করবেন শাশ্বত-অপরাজিতা! মুক্তি পেল ‘এটা আমাদের গল্প’র ট্রেলার

অন্যরকমের গল্প নিয়ে আসছে ‘এটা আমাদের গল্প’। সঙ্গে রয়েছেন একগুচ্ছ তারকা। আজ, ১৯শে এপ্রিল দুপুরে, মুক্তি পেল অভিনেত্রী মানসী সিনহার প্রথম পরিচালিত ছবির ট্রেলার।

আজ পার্কস্ট্রীটে একটি ক্যাফেতে লঞ্চ হল ছবিটির ট্রেলার। পরিচালক মানসী সিনহা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, শাশ্বত চট্টপাধ্যায়, দেবদূত ঘোষ, জুঁই সরকার, আর্য দাশগুপ্ত, পূজা কর্মকার-সহ কলাকুশলীরা।

ছবির মুখ্য দুই চরিত্রে থাকছেন অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চট্টোপাধ্যায়। একাকিত্বের জীবনযাপন করতে করতে ক্লান্ত তাঁরা দু’জনেই। দু’জনের দেখা হওয়া, বন্ধুত্বের গাঢ়ত্ব যখন পৌঁছোয় বিয়ের কথা অবধি, তখনই শুরু হয় সমস্যা।
আসলে দিন যতই এগোক না কেন, সমাজ এখনো ঘুরছে তার পুরনো আবর্তে। বয়স্ক দু’জন মানুষ, একসঙ্গে নিজেদের মত, বাঁচতে চাইলে এখনো ‘লজ্জায় পড়তে হয়’ তাঁদের পরিবারকে।

ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনী দেখা যাবে। আসলে, পৃথিবীতে প্রত্যেক মানুষের জন্য একটা ঘর আছে। যে ঘরে শ্বশুরবাড়ী, বাপের বাড়ি এইগুলো বিষয় নয়। আসল বিষয় হল ভালোবাসা। প্রত্যেককেই সেই ঘরটা খুঁজে নিতে হয়। এমনই নিখাদ এক ভালবাসার বার্তা দেবে ‘এটা আমাদের গল্প’।
ছবিটি মুক্তি পাবে ধাগা প্রোডাকশন এর ব্যানারে শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরার প্রযোজনায়। পরিচালনার পাশাপাশি এই ছবির কাহিনীও লিখেছেন অভিনেত্রী মানসী সিনহা। ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত।

শাশ্বত-অপরাজিতা ছাড়াও এই ছবিতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়, তপতী মুন্সী, জুঁই সরকার, আর্য দাশগুপ্ত, তারিন জাহান, অমিত কান্তি ঘোষ, পূজা কর্মকারকে।

প্রাঞ্জল দাসের সঙ্গীত পরিচালনায় এই ছবির জন্য গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য্য, জয়তী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, আলাপ বসু, মেঘা বিশ্বাস, মনস্বিতা ঠাকুর, কাজল চট্টোপাধ্যায় এবং শৌনক সরকার। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৬শে এপ্রিল।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top