Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Tollywood

‘বিয়ে’র জন্য ‘বাড়ী’র খোঁজ, জড়িয়ে অতীত?

একটা পুরনো বাড়ী। তার সঙ্গে জড়িয়ে রয়েছে সাদাকালো একঝাঁক স্মৃতি। আর সেই বাড়ী জড়িয়ে রয়েছে টক-ঝাল-মিষ্টি দুই বোনের সঙ্গে। জড়িয়ে রয়েছে হাসি-মজা-প্রেম-মনখারাপ।

কথা হচ্ছে, মানসী সিনহার দ্বিতীয় ছবি ‘৫নং স্বপ্নময় লেন’ নিয়ে। সম্পর্কের গল্প বুনে প্রথম ছবিতেই (এটা আমাদের গল্প) ছক্কা হাঁকিয়েছিলেন পরিচালিকা। দ্বিতীয় ছবিতে সম্পর্কের গল্পের সঙ্গে যোগ দিয়েছে নস্টালজিয়াও।

একটা স্বপ্ন আছে দুই বোনের। নিজেদেরই পুরনো বাড়ীকে ফিরে পেতে চায় তারা। অন্য লোকের কাছে অবশ্য এ স্বপ্ন কেবলই আকাশকুসুম। স্বপ্নপূরণের পথ নিতান্তই কাঁটাবিছানো। তবে সে সমস্ত বাধা পেরনোর সময় তারা পাশে পায় দু’জনকে। তাদের একজন ডাক্তার, আরেকজন আইনজীবী। দ্বিধা-দ্বন্দ্ব-সমস্যা, সব মুছে ফেলে কি স্বপ্নপূরণ হবে দুই বোনের? উত্তর দেবে এই ছবি।

ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গত ৫ই ডিসেম্বর। আড়াইমিনিটের এই ট্রেলারেই স্পষ্ট, ছবি দেখার সময় দর্শক স্বয়ং পৌঁছে যাবেন ওই বাড়ীতে। সঙ্গী হবেন দুই বোনের স্বপ্নের পথে চলার। ‘৫নং স্বপ্নময় লেন’-এর বাড়ীটা ভরে উঠেছে একগুচ্ছ তারকার আলোয়। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, সায়ন সূর্য ভট্টাচার্য্য, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, চন্দন সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, তারীন জাহান প্রমুখ। অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায় ও তারীন জাহানকে দেখা গিয়েছিল মানসীর গত ছবিতেও।

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জয় সরকার। গানের কথা লিখছেন আকাশ চক্রবর্তী। ছবির জন্য গান গেয়েছেন ইমন চক্রবর্তী, অন্তরা মিত্রের মত শিল্পীরা।

অভিনেত্রী হিসেবে মানসী সিনহা যে কতটা দক্ষ, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েও তিনি যে সমান সাবলীল, তা তিনি প্রমাণ করেছেন গত ছবিতেই। গতবারের মত মানসীর এই ছবিটিও মুক্তি পাচ্ছে ধাগা প্রোডাকশনের ব্যানারে। শুভঙ্কর মিত্রের প্রযোজনায়।

আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে পুরনো বাড়ীকে নতুন করে চেনার সফর। ২০শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘৫নং স্বপ্নময় লেন’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।