Dev: ঘাটাল থেকে আমি ভোটে দাঁড়াব:দেব

কেউ বলছিল ১০ বছরের রাজনীতি এখানেই শেষ!কেউ বলছিল নরেন্দ্র হাতে হয়ত তিনি বিজেপি-র পতাকা তুলে নেবেন। কিন্তু দেব নিজেই জানিয়ে দিলেন আসন্ন ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি কি করবেন?প্রধান সিনেমার ৫০ দিনের সাকসেস পার্টিতে তিনি জানিয়ে দিলেন এই বছর তিনি ঘাটাল থেকেই আবার ভোটে লড়াই করতে নামছেন।

গতকাল তার সাথে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কথা হয়েছে,এবং দলের কাছে নিজের লোকসভা কেন্দ্রে তিনি কি করতে চাইছেন,সেটাও খোলসা করে জানিয়েছেন।গত ১০ বছর ধরে ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে তিনি যতটা লড়েছেন,কেন্দ্র সরকার সেখানে সেই ভাবে কোনো বড় সাহায্য করতে পারেনি বলে জানিয়েছেন সুপারস্টার। তাঁর কথায়, ‘‘ঘাটাল থেকে আমি হয়তো ভোটে দাঁড়াব।’’ পাশাপাশি দেব জানান, তিনি এখনই এ নিয়ে বিশেষ কিছু বলতে চান না। তৃণমূলনেত্রীই যথা সময়ে তা ঘোষণা করবেন আনুষ্ঠানিক ভাবে।১০ বছর কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করে কিচ্ছু পাইনি। এ বার আমি রাজ্য সরকারকে বিশ্বাস করতে চাই। দিদি ও অভিষেক আমাকে যে কথা দিয়েছেন, আশা করছি ২০২৪ সালে জিতে আমরা ঘাটালের মানুষের জন্য করতে পারব। জীবনে কাউকে তো বিশ্বাস করতে হবে।”

দেবের সঙ্গে মমতা এবং অভিষেকের বৈঠকের পরদিনই ঘাটাল সাংগঠিনক জেলার চেয়ারম্যান পদে শঙ্কর দলুইকে সরিয়ে রাধাকান্ত মাইতিকে দায়িত্ব দিয়েছে তৃণমূল৷ এর আগে কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকেও শঙ্কর দলুইকে সতর্ক করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেব অবশ্য এ দিন দাবি করেছেন, এই রদবদলে তাঁর কোনও ভূমিকা নেই৷

বৃহস্পতিবার সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জল্পনা উসকে দিয়েছেন ঘাটালের সাংসদ ৷ দেব সংসদের নিম্নকক্ষে এদিন বলেন, “ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ৷ আমি বাংলায় বলতে চাইছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার পার্লামেন্টে বলেছিলাম ৷ আজ আমার শেষদিন পার্লামেন্টে ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শেষ দিনেও বলতে চাইছি ৷ আমি আপনার মাধ্যমে প্রধানমনন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই, এটা কোনও তৃণমূল দলের সমস্যা নয়, এটা কোনও বিজেপি দলের সমস্যা নয় ৷ এটা বাংলার মানুষের সমস্যা বলে আমার মনে হয় ৷”

 

এখন অপেক্ষা তৃণমূল সুপ্রিমো থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে,তবে বলা বাহুল্য এই খবর প্রকাশ হওয়ার দেবের ফ্যানরা যথেষ্ট খুশি,আমরা দেবের অন্যতম বড় ফ্যান ক্লাব DTS SODPUR-এর অ্যাডমিন প্রীতম তরফদার জানালেন,”আমরা খুবই খুশি দাদা এই সিদ্ধান্ত নিয়েছেন।তবে আমি এটাও বলতে চাই দাদা ভোটে দাঁড়ানোর আগেও মানুষের সাহায্য করেছেন এবং ভোটে জেতার পরও মানুষের জন্য লড়েছেন।তাই আমাদের কাছে মনে হয় দাদা সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন,এবং আমরা দেবের ফ্যান ক্লাবরা সব সময় দাদার পাশে থাকবো।”

Author

Scroll to Top