আবার নক্ষত্র পতন। ৪০ দিনের লড়াই শেষ! চলে গেলেন প্রবীণ অভিনেতা পার্থসারথি দেব।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। কলকাতার ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।নিউমোনিয়াও ছিল।সব মিলিয়ে শারীরিক অবস্থার বড়ই অবনতি হতেই থাকে পার্থসারথির।ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।
শেষ অবধি শুক্রবার রাত ১১.৫০ মিনিটে চলে গেলেন এই বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।
‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-এর মতো একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে কাজ করেছেন পার্থ সারথি দেব। এছাড়াও ছোটপর্দায় ‘সত্যজিতের গপ্পো’ -তেও এই বর্ষীয়ান অভিনেতার অভিনয় ছিল অনবদ্য। ওদিকে আজকের বাংলা ধারাবাহিকের যুগের তিনি কিন্তু বেশ চেনা মুখ।
কমেডি-ড্রামা ‘চুনি পান্না’, ‘জয়ী’ ‘মিঠাই’তে দেখা গিয়েছে অভিনেতাকে। বিশেষ করে একজন বাবার ভূমিকায় অভিনয় করতেন । ৬৮ বছর বয়সি অভিনেতা! কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। গত বছর পুজোতে মুক্তিপ্রাপ্ত রক্তবীজেও দেখা গিয়েছে তাঁকে।স্বাভাবিকভাবে তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা টলিউড পরিবার।৪০ বছরের ওপর তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।টেকনিশিয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হবে অভিনেতার দেহ ।