টিজারেই বোঝা গিয়েছিল, দর্শকমহলে সাড়া ফেলতে চলেছে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। নতুন, অন্যধরনের অবতারে এই সিরিজে ধরা দেবেন ঋত্বিক চক্রবর্তী। আজ, ১৬ই এপ্রিল, মুক্তি পেল ছবির ট্রেলার।
অ্যাডভোকেট অচিন্ত্য আইচ (ঋত্বিক চক্রবর্তী) উকিল বটে, তবে একেবারেই দুঁদে উকিল নন তিনি। নিতান্তই ‘হেরে যাওয়া, গোবেচারা’ উকিল। ছাগল-মুরগীর কেসই সারাদিন সামলাতে হয় তাঁকে। নিজের মুখেই তিনি মানুষকে বলেন, যে তিনি নাকি ‘খারাপ উকিল’। কিন্তু হঠাৎই এক অন্যরকম কেস হাতে আসে তাঁর।
দুর্দান্ত আবহের ট্রেলারে দেখা যায়, সরোদসম্রাট পাবলো দত্তকে নাকি খুন করেছেন স্ত্রী মালিনী (সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়)। ১৫জন প্রত্যক্ষদর্শীও নাকি রয়েছে সেই ঘটনার। জাঁদরেল উকিল সীতারাম গাঙ্গুলীর (শাশ্বত চট্টোপাধ্যায়) বিরুদ্ধে এই কেসেই আসরে নামেন অচিন্ত্য। মালিনী দত্তের পক্ষের উকিল তিনি।
কেস হাতে নেওয়ার পর থেকেই, বেশ কিছু আক্রমণের সম্মুখীন হতে হয় অচিন্ত্যকে। থাকে পুরনো হেরে যাওয়া কেসের স্মৃতির খোঁচা। তবে কেবলই রহস্য, অ্যাডভেঞ্চার আর হাসি নয়, এ সিরিজে থাকবে মুখচোরা ভালবাসার আলতো ছোঁয়াও।
বেশ কিছুদিন পর, ফের শাশ্বত চট্টোপাধ্যায়কে নেতিবাচক চরিত্রে পেতে চলেছেন দর্শক। ঋত্বিক চক্রবর্তী ওরফে অচিন্ত্য আইচের বাবার ভূমিকায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী। এছাড়াও এই সিরিজে লোকনাথ দে, অলকানন্দা রায়, দেবরাজ ভট্টাচার্য্য, খেয়া চট্টোপাধ্যায়, সন্মিত্র ভৌমিক এবং আরো অনেককে।
সিরিজের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শ্রীজীব। জয়দীপ মুখার্জী পরিচালিত এই সিরিজ যে চলতি মাসেই মুক্তি পাবে, তা জানানো হয়েছিল আগেই। আজ ঘোষণা করা হল মুক্তির তারিখ। জানা গিয়েছে, হইচইয়ের পর্দায় সিরিজটি মুক্তি পাবে আগামী ২৬শে এপ্রিল।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।