কৌশিক গাঙ্গুলীর আগামী ছবি ‘অযোগ্য’ নিয়ে চর্চা চলছে ভালোমতই। তার মাঝেই গতকাল, ১৩ই মে মুক্তি পেল ছবির প্রথম গান, ‘তুই আমার হবি না’।
তিন মিনিট পনেরো সেকেন্ডের এই গানের ছত্রে ছত্রে ধরা পড়েছে ব্যর্থ প্রেমের আকুলতা। ভালবাসলেও অনেকসময়ই সফলতার মুখ দেখে না সেই ভালবাসা। বিচ্ছেদের বহুদিন পড়েও, স্মৃতির গভীরে ধুলো মেখে পড়ে থাকে সেই ভালবাসার মুহূর্তগুলো। থেকে যায় চিরকালীন বিরহ।
রণজয় ভট্টাচার্য্য বর্তমানসময়ের বাংলা সঙ্গীতজগতে এক বড় নাম। ‘তুই আমার হবি না’ গানের কথা ও সুরের মূল কারিগর তিনিই। গানটির সঙ্গীতায়োজনও করেছেন রণজয়। তাঁর কথা ও সুরে গানটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। রাজা চৌধুরীর গিটার এবং সুশান্ত নন্দীর বাঁশিতে সেজে উঠেছে এই গান।
কিছুদিন আগেই, প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের তরফ থেকে জানানো হয়েছে ছবির মুক্তির তারিখ। ছবির গল্প সম্পর্কে তেমন কিছুই জানাননি পরিচালক। মুখ খোলেননি কলাকুশলীরাও। তবে জানা গিয়েছে, ভালবাসা এ ছবিতে ধরা দেবে একটু অন্যরকমভাবে। গানের শেষে অবশ্য কিছু চরিত্রের নাম জানা গিয়েছে।
প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এই ছবিতে ধরা দেবেন প্রসেন ও পর্ণার চরিত্রে। শিলাজিৎ মজুমদারকে দেখা যাবে রক্তিমের চরিত্রে। এছাড়াও ছবিতে দেখা যেতে অম্বরীশ ভট্টাচার্য্য, লিলি চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়কে।
প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি ‘অযোগ্য’ তো একেবারেই নয়, বরং চিরকালই দর্শকদের পছন্দের তালিকার প্রথম সারিতে। নয় নয় করে, এতদিনে ঊনপঞ্চাশটি ছবিতে একসঙ্গে কাজ করে ফেলেছেন তাঁরা। এবার পঞ্চাশতম ছবি। বহু আগেই প্রসেনজিৎ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছিলেন, চলচ্চিত্রের ইতিহাসে এ ঘটনা প্রথম। কোনো জুটি একসঙ্গে পঞ্চাশতম কাজ করছে, এমন নজির নেই বলেই জানিয়েছিলেন তিনি।
আগেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। বড়পর্দায় এই ছবি আসবে ভোটযুদ্ধ পেরিয়ে, আগামী ৭ই জুন।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।