Entertainment

তরুণ প্রতিভাদের একত্রিত করে আয়োজিত হল “আবার বিজল্প”

‘বিজল্প’ শুরু হয়েছিল ১৯৯০ সালে। নব্বইয়ের দশকের কবিদের সাহিত্য এবং বিভিন্ন কবিতাচর্চার অন্যতম একটি স্থান হয়ে উঠেছিল এই বিজল্প। প্রথমে তাঁদের নিজেদের প্রকাশনা ছিল না। ১৯৯৬ সালে শুরু হয় নিজস্ব প্রকাশনা।


এই প্রকাশনা থেকে নব্বইয়ের দশকের কবিদের কাব্যগ্রন্থের পাশাপাশি মুদ্রিত হয় বরিষ্ঠ সাহিত্যিকদের কবিতা বিষয়ক ও গদ্য বইও। মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, কবীর সুমন – এমন অনেকের লেখাই প্রকাশিত করে বিজল্প প্রকাশনা। শুধু পত্রিকা আর প্রকাশনাতেই থেমে থাকেনি বিজল্প, তারা শুরু করে ‘বিজল্প মিউজিক’ও।

জয় গোস্বামীর কবিতা পাঠ থেকে কবীর সুমন, প্রতুল মুখোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের গানের সিডিও এখান থেকে প্রকাশিত হয়। খুব কম সময়ের জন্যই, তবে এদের নিজস্ব সংবাদপত্রও প্রকাশিত হয়েছিল।

গতকাল কলকাতার প্রেসক্লাবে হয়ে গেল ‘আবার বিজল্প’ আয়োজন, যে অনুষ্ঠানের সম্পাদনার দায়িত্বে ছিলেন প্রসূন ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, অমর মিত্র, সৈকত মিত্র,সুপ্রিয় চৌধুরী এবং নাজমুল হক-সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্ব। তরুণ কবিদের কবিতাপাঠের মধ্যে দিয়ে শুরু হলো এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রসূন ভৌমিকের লেখা তিনটি কবিতার গীতিরূপ প্রকাশিত হয়। যেগুলি হল ‘আগলে রাখো’, ‘নিয়তি’, এবং ‘মানুষ আজ বুঝছে সব’। এছাড়াও গান এবং কবিতাভাষ্যের একটি অডিও ভিজ্যুয়ালও হয়েছে, যেটি প্রসূন ভৌমিকের কবিতায় প্রতুল মুখোপাধ্যায়ের গান। এটি ছিল বৈশাখী সংস্করণ। এছাড়াও এখানে প্রকাশিত হয় বিভিন্ন অখ্যাতনামা তরুণ কবিদের বিভিন্ন বইয়ের সংকলন।

ব্রাত্য বসু বলেন, ‘বিজল্প এক দারুণ প্রয়াস, এটি অখ্যাতনামা তরুণ কবিদের এক বিশেষ জায়গা করে দিচ্ছে। কলকাতার সমস্ত সাহিত্যপ্রেমীদের কাছে ‘বিজল্প’ এক রঙিন স্মৃতি।’ তিনি নস্টালজিক হয়ে বলেন, ‘বইপাড়াতে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। বিজল্পের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে।’

পত্রপত্রিকায় লেখা বিভিন্ন তরুণ কবিদের লেখা দেখে এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করে, সেই কবিদের লেখা সংগ্রহ করে বিজল্পের সম্পাদকমন্ডলী। এই অখ্যাতনামা তরুণ কবিদের আশার আলো হয়ে দাঁড়াচ্ছে ‘আবার বিজল্প’।

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts

Neha Biswas

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।