সৃজিতের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-র ফাঁড়া যেন আর কাটছেই না। কাস্টের তালিকায় পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। আজ থেকে শুরু হয়েছে শ্যুটিং। তারপরেও ঘটল বিপর্যয়। শ্যুটিংফ্লোরেই দুর্ঘটনা ঘটে আহত হলেন বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়।
‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির প্রথমদিনের শ্যুটিংয়ে ছিল একটি কাচ ভাঙার দৃশ্য। আর সেই দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই ঘটেছে বিপত্তি। রক্তে ভেসেছে শ্যুটিংফ্লোর। টিমের সদস্যদের সাহায্যেই প্রবীণ অভিনেতাকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। ডান হাঁটুর নীচে দুটো সেলাইও পড়েছে তাঁর। তবে এখন অবশ্য বাড়িতে ফিরে এসেছেন অভিনেতা।
বারোজন আইনজীবীর কাহিনী সৃজিতের এই ছবি। কিছু দৃশ্য কল্পনায় এবং স্বপ্নে দেখানো হবে এই ছবিতে। একটি স্বপ্নদৃশ্যে কাচ ভেঙে বেরিয়ে আসার দৃশ্য ছিল তাঁদের। সময়ের হেরফেরে, সেই কাচই আচমকা ভেঙে পড়ে ফাল্গুনী চট্টোপাধ্যায়ের গায়ের ওপর। অভিনেতার সারা শরীর কেটে গিয়েছে কাচের টুকরোর আঘাতে। শ্যুটিংফ্লোর থেকেই তাঁর পুত্র অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে ফোন করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। প্রথমদিনের শ্যুটিংয়েই এধরনের দুর্ঘটনা ঘটার পরে তাঁকে শ্যুটিংয়ে আসতে দিতে স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছেন অভিনেতার পরিবার। যদিও আগামীকাল থেকেই কাজে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
ফাল্গুনী চট্টোপাধ্যায় ছাড়াও সৃজিতের এই ছবিতে রয়েছেন আরো এগারোজন নামকরা তারকা। ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্র, সুহোত্র মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, কৌশিক সেন ও কৌশিক গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে এই ছবিতে। SVF-এর মহা মহরতে জানা গিয়েছিল এই ছবির নাম। তবে বাধা পড়লেও, বারোজন আইনজীবীর এই ‘হলিউড-স্টাইল’-এর ছবির শ্যুটিং হয়ত চলবে নিজের নিয়মেই।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।