আজকের তারিখটা মনে আছে তো? আজ ১০ই জুন। আর আজকের তারিখেই যে এমন একটা ছবির পোস্টার মুক্তি পাবে, এ আর আশ্চর্য কী!
হ্যাঁ, ঠিক ধরেছেন, কথা হচ্ছে রূপক চক্রবর্তী পরিচালিত ছবি ‘১০ই জুন’ নিয়ে। আজ, সোমবার মুক্তি পেল ছবির পোস্টার। সেই পোস্টারে দেখা যাচ্ছে, টেবিলের ওপর রাখা একটি ব্যাগ। আর তার পাশেই একেবারে পাশাপাশি রাখা রয়েছে একটি রিভলভার এবং একটি গোলাপ।
রিভলভারের হিংস্রতা ধুয়ে কি তবে সত্যিই ভালবাসা ফুটবে ‘অপরাধী’র মনে! এমনই এক বার্তা হয়ত রয়েছে এই পোস্টারে। একটা পুরনো ফোটোগ্রাফ আর একজোড়া বালার সঙ্গে হয়ত রয়েছে কিছুটা আবেগও!
রূপক চক্রবর্তীর এই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বাঁধছেন সৌরভ দাস এবং সৌমিতৃষা কুণ্ডু। ছবিতে সৌমিতৃষার চরিত্রের নাম মিতালী। কলেজের গণ্ডি সবে পেরিয়েছে সে। ১০ই জুন সকালে, বাড়ীতে একা থাকার সময়ে, হঠাৎই এক আগন্তুক কড়া নাড়ে দরজায়। সাতপাঁচ না ভেবেই মিতালী দরজা খুলে দিলে, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আচমকা বাড়ীতে ঢুকে পড়ে এক যুবক (সৌরভ দাস)। নিজের পরিচয় সে দেয় খুনী বলে!
সকাল সকাল এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রথমে ঘাবড়ে যায় মিতালী। তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে, সহজভাবে কথা বলতে শুরু করে যুবকের সঙ্গে। জানার চেষ্টা করে, এক মেধাবী ছাত্রের ‘খুনী’ হয়ে ওঠার পিছনের গল্পটা। যদিও তার আচরণ কেমন রহস্যজনক ঠেকে যুবকের কাছে। মিতালীর এই অদ্ভুত ব্যবহার, এই অদ্ভুত কৌতূহলের সঙ্গে কি কোনোভাবে যুক্ত ১০ই জুন তারিখটা?
কোন রহস্য লুকিয়ে রয়েছে এই তারিখে? সেই উত্তরই লুকিয়ে থাকবে ছবির মধ্যে। মহ. মোস্তাফা আলি এবং অনুপ সাহা প্রযোজিত, সান ভেঞ্চার নিবেদিত এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল গতমাসের শুরুর দিকেই। পরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন রূপক চক্রবর্তী। অন্যধারার এই ছবিতে সৌরভ-সৌমিতৃষা ছাড়াও থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাস-সহ অনেকেই।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।