Bansara: বড়মা আর পুলিশ অফিসারের গল্পে ‘কাপালিক’ বিশ্বরূপ!
আগেই মুক্তি পেয়েছিল ‘বড়মা’ আর ‘পুলিশ অফিসার’-এর লুক। এবার ‘বানসারা’র নতুন আরো এক চরিত্রের লুক এল প্রকাশ্যে। এই মাইথোলজিক্যাল থ্রিলারে, এক কাপালিকের ভূমিকায় অভিনয় করবেন বিশ্বরূপ বিশ্বাস।
সম্প্রতি সুপারস্টার দেবের অভিনীত এবং প্রযোজিত, ব্লকবাস্টার ছবি ‘খাদান’-এর চিত্রনাট্য লিখেছেন বিশ্বরূপ। কুড়িয়েছেন প্রশংসাও। এবার নতুন এই লুকে দর্শকদের চমকে দিলেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি এক কাপালিকের। কাঁচাপাকা গোঁফদাড়িতে ঢাকা তাঁর মুখ। চোখের দৃষ্টিতে ঝিলিক মারছে হিংস্রতা। একেবারে অন্যধরনের এই লুক দেখে অনুরাগীদের মধ্যে বেড়েছে উন্মাদনা।
পুরুলিয়ার এক জঙ্গলে ঘেরা গ্রামের নাম বানসারা। অত্যন্ত জাগ্রত সেই গ্রামের বনদেবী। অপরাধীদের নিজের হাতে শাস্তি দেন তিনি। আর নিজের ইচ্ছে-আদেশ গ্রামবাসীদের কাছে পৌঁছে দেন ‘বড়োমা’ গৌরিকাদেবীর মারফত। গ্রামের জমিদারবাড়ির মেয়ে এই বড়োমা।
কিন্তু সত্যিই কি গ্রামের ভালো চান তিনি? নাকি তাঁর মুখোশের পিছনে লুকিয়ে আছে অন্য কোনো মুখ! হঠাৎ এই গ্রামে পা পড়ে পুলিশ অফিসার অজিতেশের। মাফিয়া আর পুলিশের দ্বন্দ্বের মাঝে কোনদিকে মোড় নেবে মাইথোলজি-ভিত্তিক এই কাহিনি? সে-উত্তর দেবে আতিউল ইসলাম পরিচালিত ছবি ‘বানসারা’।
সাধারণত শান্ত, মিষ্টি, প্রাণখোলা চরিত্রেই দেখা যায় অপরাজিতা আঢ্যকে। কিন্তু এবারে তিনি একেবারে অন্যরূপে। গৌরিকাদেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে একজন দক্ষ পুলিশ অফিসারের চরিত্রে।
ছবির আরেক মুখ্য চরিত্র, গ্রামের এক প্রধানা শিক্ষিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মুন সরকারকে। নির্মাতারা জানিয়েছেন, ছবির প্রত্যেক চরিত্রের লুকেই রয়েছে চমক।
ইতিমধ্যেই পুরুলিয়ায় শুরু হয়েছে ছবির শ্যুটিং। পিএম মুভিজের ব্যানারে, সরফরাজ মল্লিক প্রযোজিত এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে ২০২৫ সালের পুজোয়।