SVF: বাংলাগানকে অন্যরূপে আনছে ‘Banglar Gaan Indies’
নতুন প্রজন্মের কাছে বাংলা গানকে নতুনরূপে পৌঁছে দেওয়ার উদ্যোগ আগেই নিয়েছিল SVF Music। গতবছরই, বেশ কিছু নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে, নতুনধরনের ধ্বনি পরিকল্পনার মিশেলে ‘Banglar Gaan Indies’কে জেন-Z-এর কাছে নিয়ে এসেছিলেন তাঁরা। নতুন ‘ট্যালেন্ট’দের তুলে আনতে এবছর আরো উদ্যোগী SVF Music।
‘Banglar Gaan Indies’ আসলে দেশের নতুন, তরুণ শিল্পীদের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ। তাঁদের অন্যধরনের ভাবনার গান SVF Music তুলে আনছে শ্রোতাদের কাছে। একেকমাসে মুক্তি পাচ্ছে নতুন শিল্পীদের ৪-৫টি করে মৌলিক গানও। বাঙালী গানের এই স্বাধীন মঞ্চে, এবার গুরুত্ব দেওয়া হবে তরুণ প্রতিভাদের। কেবল গায়ক নন, গীতিকার, সুরকার, সাউন্ড ইঞ্জিনিয়ার, তুলে ধরা হবে সকলের প্রতিভাকেই।
তাদের এই উদ্যোগে জাতীয় সুরকার-গীতিকার প্রতীক কুহাড় ও অনুভ জৈনের অবদান স্বীকার করেছে SVF Music। উদ্যোগটিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য ভিস্যুয়াল ক্রিয়েটর-ইনফ্লুয়েন্সারদের সাহায্যও নেওয়া হয়েছে। তাঁদের তৈরী বেশ কিছু পোস্টারের মাধ্যমে তৈরী হচ্ছে ভিডিও। এবারেও বেশ কিছু তরুণ প্রতিভাদের গান তুলে ধরবে SVF Music-এর অ্যালবাম ‘Banglar Gaan Indies’।
‘তুমি যাও’ – হিন্দি এবং বাংলা উভয় ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভা দেখিয়েছেন ঈশান মিত্র। অভিমান পালের লিরিকে এই গান, এই উদ্যোগের এক অন্যতম অবদান। এই ধীরলয়ের গানটির পরতে পরতে লুকিয়ে রয়েছে জীবনের গল্প।
‘শুধুই আজ এখন’ – নীলাদ্রি ব্যানার্জীর কথায় ও সুরে সেজে ওঠা এ গানও এই উদ্যোগের একটি অবদান। গানটি গেয়েছেন মৈনাক ভট্টাচার্য। বৃষ্টির পরিবেশে মোড়া এ গানের অন্যান্য দিকগুলি সামলেছেন সমন্বয় সামন্ত, আর্যক সেন এবং জয়ন্ত সরকার।
‘সাওয়ারিয়া’ – ‘Banglar Gaan Indies’ অ্যালবামের এই গানটি গেয়েছেন শোভন গাঙ্গুলী। গানটির কথা ও সুরের দায়িত্বে ছিলেন প্রলয় সরকার। ব্রজবুলি ভাষার ব্যবহারে সমৃদ্ধ এই গান যেন প্রাণ জাগায় শ্রোতার মনে।
‘রাত হলে’ – অ্যালবামের এই গানটির সুর দিয়েছেন আনিস আহমেদ, কথা লিখেছেন প্রলয় সরকার। দেবায়ন ব্যানার্জীর গাওয়া এই গানে রয়েছে আবেগের পরশ। এই গানে বাঁশির দায়িত্বে ছিলেন পাঞ্চজন্য দে।
এই গানগুলি, ‘লিরিকাল ভিডিও ফরম্যাট’-এ, ‘Bengali Indies 2024’ প্লেলিস্টে ইউটিউবে পাওয়া যাবে। শোনা যাবে যেকোনো অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। নতুন প্রতিভাদের তুলে ধরার লক্ষ্য নিয়ে SVF Music-এর এই কাজ অবশ্যই প্রশংসার দাবী রাখে।