Live Entertainment & Love Lifestyle

Entertainment

মুক্তি পেল ঋতব্রতর নতুন ছবি “আবার আসিব ফিরে”-র পোস্টার

দেবপ্রতিম দাশগুপ্তের নতুন ছবির পোস্টার মুক্তি পেল। পোস্টার উদ্বোধন করলেন দেবাশিস কুমার। ছবির নাম ‘আবার আসিব ফিরে’ ছবিতে অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায়, রিয়াঙ্কা রায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তুলিকা বসু, কাঞ্চনা মৈত্র, লোকনাথ দে, পার্থ সারথি, মীর, কমলেশ্বর মুখোপাধ্যায়,শংকর দেবনাথ, সুমিত দত্ত প্রমুখ, ওপার বাংলা থেকে আছেন অভিনেত্রী সঞ্চিতা দত্ত। অতিথি শিল্পী হিসেবে থাকবেন শুভশ্রী।

নির্মাতাদের কাছ থেকে যেটুকু জানা গিয়েছে ছবির গল্পের ব্যাপারে তা হল, বিদেশ থেকে প্রথমবার বাংলায় আসে এক যুবক। তার হাবভাব উচ্চারণ সব দেখে তার দাদু বোঝেন নাতি বাংলার কিছু জানেই না, দাদু নানান ছুতোয় তাকে সারা বাংলা ঘোরাতে থাকে, একেক জায়গার একেক রকম গান, প্রকৃতির মাঝে নাতি ক্রমশ ভালোবাসতে শুরু করে বাংলাকে। আসে কিছু বিপদ, কিছু গুপ্তধন সব নিয়ে আবার আমেরিকা ফিরে যাবার আগে সে নিজের কাছে নিজে বলে – “আবার আসিব ফিরে”।
নির্মাতারা আরও জানান – আমাদের বাংলা যে কত সুন্দর ও সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ, এ ছবি আবারও সেটা দেখায়। ছবির শুটিং হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, ২৪দিন ধরে। নবদ্বীপ,বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সুন্দরবন, গঙ্গোনি, মেদিনীপুরে ছবিটির বেশ অনেকটা অংশ শুট হয়ছে।
 
মোট এগারোটা গান আছে ছবিতে। গান গেয়েছেন, রূপম ইসলাম, দুর্নিবার, জোজো, তিতাস ভ্রমর সেন, দেব চৌধুরী, অমৃতা দত্ত ও সৌমি মুখোপাধ্যায়। পরিচালক অতনু ঘোষ ছবির থিম সং এর উদ্বোধন করলেন, যেটা গেয়েছেন রূপম ইসলাম। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জোজো। 
এছাড়াও উপস্থিত ছিলেন দুই প্রযোজক কেশব মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী। এসেছিলেন প্রযোজক রানা সরকার। পরিচালক সুব্রত সেন এসেছিলেন শুভেচ্ছাবার্তা নিয়ে। উপস্থিত ছিলেন ইমপা র সভাপতি ঋতব্রত ভট্টাচাৰ্য।
সবমিলিয়ে তারকাখচিত মঞ্চে বেশ জমজমাট পরিবেশে উদ্বোধন করা হল ‘আবার আসিব ফিরে ‘র পোস্টার। এখন ছবির পরবর্তী আপডেটের অপেক্ষা।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts

Soumyajit Patra

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।