কলকাতায় হয়ে গেল আয়ুশ শর্মার নতুন ছবি রুসলানের প্রেস মিট

নিজের ছবি লাভইয়াত্রীর প্রচারের পর, আয়ুশ আবার কলকাতায় এলেন রুসলানের প্রচারে। সঙ্গে ছিলেন ডেবিউ অভিনেত্রী সুশ্রী মিশ্রা। আয়ুশ ২০১৮ সালে সলমন খান ফিল্মস-এর রোমান্টিক মুভি লাভইয়াত্রীতে অভিনয় করার মাধ্যমে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেন।

এরপর তাঁকে দেখা যায় সলমন খানের প্রযোজনা ও অভিনীত অন্তিম ছবিতে। সেখানে তাকে একটি ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিন্তু ভাইজানের ছবির বাইরে বেরিয়ে এসে করণ এল বুটানি পরিচালিত রুসলানে আয়ুশকে দেখা যাবে চরম অ্যকশনের সিকোয়েন্সে।

নিজের ছবির প্রচারে কলকাতায় এসেই অবাধ সমর্থনের জন্য তার ভক্তদের অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। কলকাতা শহরের সিনেমার সমৃদ্ধ সংস্কৃতিতে আয়ুশ গভীরভাবে আপ্লুত। কলকাতার পরিবেশ, মানুষের আতিথেয়তা, জমজমাট রাস্তা এইসমস্ত বিষয় নিয়ে সে গভীরভাবে মুগ্ধ। তিনি জানান কলকাতায় আসা হলেও একটাই ইচ্ছা তাঁর অপূর্ণ রয়ে যায়, সেটি হল কলকাতার স্ট্রীট ফটোগ্রাফি।

ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে আয়ুশ জানান,“ এই মুহূর্তে আপনারা শুধু ছবির দুই তারকাকে দেখতে পাচ্ছেন। কিন্তু এই ছবি তৈরির পিছনে ৩০০ জনের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আর এই দু বছরে প্রত্যেকেই আমাদের পরিবার হয়ে উঠেছে। আমি শুধু নিজের সাফল্যের জন্য নয়, আমি সেই সকল মানুষদের অবাধ পরিশ্রমের জন্য এই ছবির সাফল্য আশা করি।
তিনি আরো বলেন, সুশ্রীর প্রথম ছবিতেই তিনি দারুণ অ্যাকশনের সিকোয়েন্সে অভিনয় করেছেন। যার জন্য তিনি সুশ্রীকে অসংখ্য বাহবা জানান। তিনি আরো জানান, ভাইজান যদি তাকে অভিনয় করতে না শেখাতেন তাহলে তিনি হয়তো অন্যকিছু নিয়ে স্ট্রাগল করতেন। ভাইজান তাঁকে সেই সুযোগ দিয়েছেন বলেই তিনি আজ অভিনয় করছেন।”

ছবির প্রচারে এসে সুশ্রী জানায়,“ আয়ুশস্যারের সঙ্গে কাজ করতে খুব সুবিধা হয়, আমাকে অভিনয় করতে খুব সহযোগিতা করেন। কোনরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি।” তিনি জানান কলকাতার খাবারও তিনি খুবই পছন্দ করে। পছন্দের তালিকায় প্রথমেই ছিল কলকাতার রসগোল্লা।

শ্রী সত্য সাঁই আর্টস-এর কে কে রাধামোহন দ্বারা প্রযোজিত এবং করণ এল বুটানি পরিচালিত, রুসলান দর্শকদের রোমাঞ্চকর অ্যাকশন এবং ফ্যামিলি ড্রামা দিয়ে মুগ্ধ করার প্রতিশ্রুতি দেয় ছবির মুখ্য চরিত্র আয়ুশ এবং সুশ্রী। আয়ুশ শর্মা কলকাতা এবং সমগ্র ভারতের ভক্তদের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং সমর্থন পেয়ে অসংখ্য কৃতজ্ঞ জ্ঞাপন করেন।
রুসলান ২০২৪এর ২৬শে এপ্রিল মুক্তি পাবে সমগ্র ভারতে।

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts
Scroll to Top