Live Entertainment & Love Lifestyle

Tuesday, April 15, 2025
Tollywood

Bishohori Trailer: নাগপঞ্চমীর আবহে রহস্যমৃত্যু, লুকিয়ে অভিশাপ?

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন। তবে ভালোবাসার নয়, ছক ভেঙে এক থ্রিলার সিরিজ আসতে চলেছে হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে। আসছে শোলাঙ্কি রায় অভিনীত ওয়েবসিরিজ ‘বিষহরি’। ৭ই ফেব্রুয়ারি, শুক্রবার, মুক্তি পেল সিরিজটির ট্রেলার।

দু’শো বছরের পুরনো কোনো এক ভয়ানক সত্যের ভারে ন্যুব্জ মিত্রপরিবার। দেবী মনসার রোষ, অভিশাপ, তালাবন্ধ একটা ঘর আর একাধিক রহস্য মৃত্যুর সেই ‘অতিপুরাতন’ গল্প ফিরে আসে ইতিহাস হয়ে। অতীতের মতোই ফের জ্বলে ওঠে মা মনসার মূর্তি। একের পর এক রহস্যমৃত্যুতে নাগপঞ্চমীর আনন্দ পরিণত হয় আতঙ্কে। প্রত্যেক মৃত্যুর সঙ্গে জুড়ে রয়েছে সাপের কামড়। আর এই সবকিছুর সঙ্গে জড়িয়ে যায় নববধূ রাজনন্দিনী (শোলাঙ্কি)। বহুবছরের ধুলোমাখা অন্ধকারের আস্তরণ সরিয়ে কি সত্যের মুখোমুখি হতে পারবে সে? উত্তর দেবে ‘বিষহরি’।

প্রায় মিনিটতিনেকে এই ট্রেলারে ধরা পড়েছে রুদ্ধশ্বাস থ্রিলারের ঝলক। আর কেবল ঝলকেই, সুন্দরভাবে বোঝা যাচ্ছে অলৌকিকতার সঙ্গে রহস্যের মিশেল। শোলাঙ্কি ছাড়াও সিরিজে দেখা যেতে চলেছে বর্তমানসময়ের দুই জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য এবং কৌশিক রায়কে। তিনজনেই এর আগে কাজ করেছেন এই প্ল্যাটফর্মে। কুড়িয়েছেন প্রশংসাও। এছাড়াও সিরিজে থাকছেন একাধিক বড়োমাপের তারকা। ওয়েবসিরিজের কাহিনি লিখেছেন সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী।

দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করেছেন রোহন এবং শোলাঙ্কি – দু’জনেই। কাজ করেছেন ওয়েবসিরিজেও। ইতিমধ্যেই বড়পর্দাতেও দেখা গিয়েছে শোলাঙ্কি রায়ের। তাঁরা দু’জনেই আক্ষরিক অর্থে ভার্সেটাইল শিল্পী। বিভিন্ন জঁরের কাজ করেছেন দু’জনেই। দু’জনেরই একেক চরিত্র ছিল একেকরকম।

তবে এধরনের যুক্তিবাদী, সহিষ্ণু, দৃঢ় চরিত্রে এর আগে কখনো কাজ করেননি বলেই জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, রোহন ভট্টাচার্য্যের চরিত্রটিও বেশ অন্যরকম। নিজে ঈশ্বরবিশ্বাসী হলেও স্ত্রীর উপর কিছুই চাপিয়ে দেয় না সে। বরং কিছুটা ভয় এবং ধন্দ থাকলেও, মনে মনে স্ত্রীর তদন্তের সিদ্ধান্তকে সমর্থনই করে সে।

নতুন এই ওয়েবসিরিজ নিয়ে কথা বলতে গিয়ে শোলাঙ্কি জানান, ‘রাজনন্দিনীর মতো চরিত্রে আমি এর আগে অভিনয় করিনি। সাহসী, কৌতূহলী একটা মেয়ে, যে বহু প্রাচীন কোনো বিশ্বাসকেও চ্যালেঞ্জ করতে ভয় পায় না। লোককথা আর রহস্যের মিশেলে তৈরি এই সিরিজ। আমি অপেক্ষা করছি, দর্শকেরাও কবে আমার সঙ্গে রহস্যভেদে নামবেন!’

আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে পুরাণ আর রহস্যে গাঁথা নতুন ওয়েবসিরিজ, ‘বিষহরি’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।