Bishohori Trailer: নাগপঞ্চমীর আবহে রহস্যমৃত্যু, লুকিয়ে অভিশাপ?
১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন। তবে ভালোবাসার নয়, ছক ভেঙে এক থ্রিলার সিরিজ আসতে চলেছে হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে। আসছে শোলাঙ্কি রায় অভিনীত ওয়েবসিরিজ ‘বিষহরি’। ৭ই ফেব্রুয়ারি, শুক্রবার, মুক্তি পেল সিরিজটির ট্রেলার।
দু’শো বছরের পুরনো কোনো এক ভয়ানক সত্যের ভারে ন্যুব্জ মিত্রপরিবার। দেবী মনসার রোষ, অভিশাপ, তালাবন্ধ একটা ঘর আর একাধিক রহস্য মৃত্যুর সেই ‘অতিপুরাতন’ গল্প ফিরে আসে ইতিহাস হয়ে। অতীতের মতোই ফের জ্বলে ওঠে মা মনসার মূর্তি। একের পর এক রহস্যমৃত্যুতে নাগপঞ্চমীর আনন্দ পরিণত হয় আতঙ্কে। প্রত্যেক মৃত্যুর সঙ্গে জুড়ে রয়েছে সাপের কামড়। আর এই সবকিছুর সঙ্গে জড়িয়ে যায় নববধূ রাজনন্দিনী (শোলাঙ্কি)। বহুবছরের ধুলোমাখা অন্ধকারের আস্তরণ সরিয়ে কি সত্যের মুখোমুখি হতে পারবে সে? উত্তর দেবে ‘বিষহরি’।
প্রায় মিনিটতিনেকে এই ট্রেলারে ধরা পড়েছে রুদ্ধশ্বাস থ্রিলারের ঝলক। আর কেবল ঝলকেই, সুন্দরভাবে বোঝা যাচ্ছে অলৌকিকতার সঙ্গে রহস্যের মিশেল। শোলাঙ্কি ছাড়াও সিরিজে দেখা যেতে চলেছে বর্তমানসময়ের দুই জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য এবং কৌশিক রায়কে। তিনজনেই এর আগে কাজ করেছেন এই প্ল্যাটফর্মে। কুড়িয়েছেন প্রশংসাও। এছাড়াও সিরিজে থাকছেন একাধিক বড়োমাপের তারকা। ওয়েবসিরিজের কাহিনি লিখেছেন সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী।
নতুন এই ওয়েবসিরিজ নিয়ে কথা বলতে গিয়ে শোলাঙ্কি জানান, ‘রাজনন্দিনীর মতো চরিত্রে আমি এর আগে অভিনয় করিনি। সাহসী, কৌতূহলী একটা মেয়ে, যে বহু প্রাচীন কোনো বিশ্বাসকেও চ্যালেঞ্জ করতে ভয় পায় না। লোককথা আর রহস্যের মিশেলে তৈরি এই সিরিজ। আমি অপেক্ষা করছি, দর্শকেরাও কবে আমার সঙ্গে রহস্যভেদে নামবেন!’
আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে পুরাণ আর রহস্যে গাঁথা নতুন ওয়েবসিরিজ, ‘বিষহরি’।