Dabaru Teaser: ঘাত-প্রতিঘাত সামলে গ্র্যান্ডমাস্টার হওয়ার যাত্রা

বাংলাভাষায় তো বটেই, সমগ্র ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দাবা খেলা নিয়ে ছবি তৈরী হয়নি এর আগে। পথিকৃৎ বসুর হাত ধরেই চলচ্চিত্রজগতে পা রাখছে এই খেলা। তাও আবার কাল্পনিক কোনো গল্প নয়, বাঙালি দাবাড়ু সূর্যশেখর গাঙ্গুলীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি।

আজ, ১২ই এপ্রিল মুক্তি পেল ছবির টিজার। টিজারে দেখা যাচ্ছে, মা (ঋতুপর্ণা সেনগুপ্ত), প্রশিক্ষক (চিরঞ্জিত চক্রবর্তী) এবং আরো কয়েকজনের সমর্থন সত্ত্বেও, বহু সমস্যা এবং বাধার মুখে পড়তে হয় ছোট্ট ছেলে সূর্যকে। দাবা খেলে যে ‘চাকরী’ জোটানো যায় না, বা ইচ্ছে থাকলেই যে ছেলেকে বড় দাবাড়ু তৈরী করা যায় না, এমন কথাও সূর্যর মা’কে মনে করিয়ে দেন শঙ্কর চক্রবর্তী, কৌশিক সেনের চরিত্রেরা।

তবে সমস্ত টিজারে দাগ রেখে যায় বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে-র বলা একটি কথা, ‘বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসায় নয়, ফিরে আসায় হয়!’ সত্যিই কি কিছুটা অবহেলিত নয় এই ‘রাজার খেলা’? উত্তর কলকাতার রক থেকে ‘ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার’ হয়ে ওঠার যাত্রাটা ঠিক কেমন ছিল সূর্যশেখর গাঙ্গুলীর? সে গল্পই আসলে দাবাড়ুর অনুপ্রেরণা।

কেবল গল্প নয়, এই ছবির কাস্টিংয়েও রয়েছে চমক।  ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, বিশ্বনাথ বসু, শঙ্কর চক্রবর্তী প্রমুখ তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী রয়েছেন এই ছবিতে। মুখ্য চরিত্র সূর্যর ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। সমদর্শী সরকারকে দেখা যাবে ছোট সূর্যর ভূমিকায়।

গতবছর প্রযোজনা সংস্থা ‘Windows Productions’-র তরফ থেকে জানানো হয়েছিল, শীতেই বড়পর্দায় আসতে চলেছে ‘দাবাড়ু’। তবে তা হয়ে ওঠেনি। তাই এইবছর গ্রীষ্মেই মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং সঞ্জয় আগরওয়াল নিবেদিত এই ছবি। বনি চক্রবর্তী এবং প্রসেনের হাতে থাকছে এই ছবির মিউজিকের দায়িত্ব। ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র ব্যানার্জী এবং সংলাপ লিখেছেন অর্পণ গুপ্ত। উইন্ডোজের হাত ধরে পথিকৃৎ বসুর এই নতুন ছবি আসছে আগামী ১০ই মে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top