বাজিমাত মানসী সিনহার, দেড় কোটির ব্যবসা প্রথম ছবিরই!

অভিনয়ের মঞ্চে তাঁর দাপট বরাবরই চেনেন সকলে। এবার প্রথমবারের জন্য পরিচালনার ব্যাট হাতে নিয়েই ছক্কা হাঁকালেন মানসী সিনহা। বাধাবিপত্তির মাঝেও অনায়াসে বাজিমাত করল তাঁর প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’।

বর্তমানে একটা কথা খুব প্রচলিত, ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’। কান পাতলেই শোনা যায়, বাংলা ছবির বাণিজ্যে নাকি চলছে ভরাডুবি। কিন্তু তারই মাঝে একটুকরো টাটকা বাতাস ছড়িয়ে দিলেন পরিচালক মানসী সিনহা। একমাসের মধ্যেই দেড়কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘এটা আমাদের গল্প’।
ডেবিউ পরিচালকদের ওপর ভরসা রাখতে অনেকক্ষেত্রেই ভয় পান প্রযোজকেরা। তার ওপর আবার এ ছবিতে থ্রিল নেই, রহস্য নেই, মায় অ্যাকশন দৃশ্যও নেই। এ ছবিতে আছে কেবল সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, একাকিত্বের গল্প। বয়সের সায়াহ্নে পৌঁছে, একাকিত্বের জীবনযাপন করতে করতে ক্লান্ত দুই মানুষের বন্ধুত্ব; তাঁদের বিবাহের প্রস্তাব এবং তা নিয়ে দুই পরিবারের মানুষদের মনের ভিতরের অন্তর্দ্বন্দ্ব ফুটে উঠেছে ছবির গল্পে।

মানসী বুঝিয়েছেন, সমাজ এখনো ঘুরছে তার পুরনো আবর্তে। বয়স্ক দু’জন মানুষ, একসঙ্গে নিজেদের মত, বাঁচতে চাইলে এখনো ‘লজ্জায় পড়তে হয়’ তাঁদের পরিবারকে। শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়, তপতী মুন্সী, আর্য দাশগুপ্ত, তারিন জাহান, অমিত কান্তি ঘোষ, পূজা কর্মকার-সহ বেশ কিছু দক্ষ শিল্পীকে দেখা গিয়েছে শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরা প্রযোজিত এই ছবিতে।
কেবল একমাসে দেড়কোটির ব্যবসাই নয়, এ ছবি ছুঁয়েছে আরো বড় মাইলফলক। সিডনি, নিউজিল্যান্ডে ইতিমধ্যেই একবার প্রদর্শিত হয়েছে ‘এটা আমাদের গল্প’। লন্ডন, আমেরিকা-সহ প্রথমবিশ্বের আরো কিছু দেশে দেখানো হবে এই ছবি।

প্রথম ছবির এই সাফল্যে খুব স্বাভাবিকভাবেই খুশী পরিচালক মানসী সিনহা। খুশী অভিনেতা-অভিনেত্রী থেকে প্রযোজক সকলেই। ছিমছাম এক সম্পর্কের গল্প বুনেও যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া পাওয়া সম্ভব, তারই যেন প্রমাণ দিল এই ছবি। এবারে কান পাতলেই শোনা যাচ্ছে, হাসিমুখে বাংলা ইন্ডাস্ট্রি বলছে, ‘এটা আমাদের গল্প’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top