Jonakir Bari: নতুন গানে মা-মেয়ের ভালবাসার গল্প বলবেন সঙ্গীতা-স্বাতী
ভালোবাসার মাসে মুক্তি পেল নতুন প্রেমের গান “জোনাকির বাড়ি”। মা মেয়ের মিষ্টি সম্পর্কের গল্প ফুটে উঠেছে এই মিউজিক ভিডিওতে। পরিচালনার দ্বায়িত্বে পরিচালক অর্পন বসাক।
ভালোবাসা সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। একজন মা ও মেয়ের মধ্যে যে মায়া, টান থাকে, তার সুমধুর এক ছবি ফুটে উঠেছে এই মিউজিক ভিডিওতে, যেখানে মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন সঙ্গীতা সিনহা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী স্বাতী মুখার্জী। এই প্রথম একসাথে অভিনয় করলেন অভিনেত্রী সঙ্গীতা সিনহা ও স্বাতী মুখার্জী। মিউজিক ভিডিওতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রতন ঝাওয়ার৷ গানটিত্র সুর ও কন্ঠ দিয়েছেন অভিষেক ভট্টাচার্য। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন রূপন মল্লিক।
পরিচালক অর্পন বসাক জানান ” এই ধরনের ভালোবাসার গল্প আশা করছি দর্শকদের ভালো লাগবে। এক মা মেয়ের মিষ্টি ভালোবাসার গল্প ফুটে উঠেছে এই গানে। তাই এই প্রেমের মাসে আমরা মুক্তি দিচ্ছি গানটা। গানটিতে দারুন অভিনয় করেছেন অভিনেত্রী সঙ্গীতা সিনহা। স্বাতী দির সাথেও কাজ করার অভিজ্ঞতা দারুন। আমার টিমের সবাই মিলে দারুন এফোর্ট দিয়ে গানটা বানিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে”।