প্রকাশ্যে ‘Banglar Gaan Indies’-এর এপ্রিল সংস্করণ

নতুন প্রজন্মের কাছে বাংলা গানকে নতুনরূপে পৌঁছে দেওয়ার জন্য ‘Banglar Gaan Indies’কে জেন-Z-এর কাছে নিয়ে এসেছিলেন তাঁরা। গতবছরই, বেশ কিছু নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে, নতুনধরনের ধ্বনি পরিকল্পনার মিশেলে তাঁরা এই উদ্যোগ নিয়েছিলেন। নতুন প্রতিভাদের তুলে আনতে এবছর আরো উদ্যোগী SVF Music।

তরুণ শিল্পীদের অন্যধরনের ভাবনার গান SVF Music তুলে আনছে শ্রোতাদের কাছে। একেকমাসে মুক্তি পাচ্ছে নতুন শিল্পীদের ৪-৫টি করে মৌলিক গানও। ‘তুমি যাও’, ‘শুধুই আজ এখন’, ‘সাওয়ারিয়া’, ‘রাত হলে’-র পর, এই উদ্যোগের এপ্রিল সংস্করণেও থাকছে অসাধারণ কিছু গানের প্রতিশ্রুতি। পাঁচটি দুর্দান্ত গান শ্রোতাদের জন্য সাজিয়ে রেখেছে ‘Banglar Gaan Indies’।
সৌম্যদীপ-তরিষী, দেবদীপ, অদ্রিজ, সায়ন-নীলাদ্রি এবং ঈশান মিত্র থাকছেন এমাসের গানের মেলায়। এপ্রিল মাসের পাঁচটি গানের ঝলক নীচে রইল আপনাদের জন্য।

১. হিমেল হাওয়া – তরুণ প্রতিভা তরিষী মুখোপাধ্যায়ের গান আপনারা শুনেছেন এর আগেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় তাঁর গাওয়া গান। SVF Music-এর সঙ্গে এই প্রথম গাঁটছড়া বাঁধলেন তরিষী। SVF Music-এর প্ল্যাটফর্মে তাঁর গাওয়া এই গানের কথা লিখেছেন ‘বলে দাও’-খ্যাত সৌম্যদীপ চক্রবর্তী।
২. বলো কদ্দূর – হিতৈষীর লেখা এই গানটি গাইবেন দেবদীপ বণিক। তাঁর ‘তুমি এমনি এমনি এসো’ এবং ‘তুমি বদল হয়ে এসো’ গানদুটি অত্যন্ত জনপ্রিয়। এই গানটি যে কেবল তিনি গেয়েছেন তাই নয়, এই গানের সুরকারও দেবদীপ।
৩. এই ফেরারি মন – এই গানে শ্রোতারা পেতে চলেছেন তরুণ প্রতিভা অদ্রিজ ঘোষকে। টেলিভিশনের একটি রিয়েলিটি শোয়ে তাঁকে প্রথম দেখেছিলেন সকলে। SVF Music-এর সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ। ভাবার্ণব মন্ডলের লেখা এই গানের সুরও দিয়েছেন অদ্রিজ।
৪. বোতাম ভাঙা – নীলাদ্রি ব্যানার্জীর লেখা ও সুর করা এই গানটি গাইবেন সায়ন দাস। এর আগেও SVF Music-এর সঙ্গে কাজ করেছেন তিনি। একাধিক গান গেয়েছেন SVF Music-এর মঞ্চে। যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে সেই সব গান। এই গানটিও একেবারেই তার ব্যতিক্রম নয়।
৫. ঘুম ভাঙা ভোর – বাংলায় ঈশান মিত্রের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বিশেষ কিছুই বলার নেই। ‘তুমি যাও’-এর মত হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। সোহম মজুমদারের লেখা ‘ঘুম ভাঙা ভোর’ গানে সুর দিয়েছেন তিনি। তাঁর গাওয়া এই গান মন ভরাবে শ্রোতাদের।
এই গানগুলি, ‘লিরিকাল ভিডিও ফরম্যাট’-এ, ‘Bengali Indies 2024’ প্লেলিস্টে ইউটিউবে পাওয়া যাবে। শোনা যাবে যেকোনো অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top