EntertainmentTollywood

‘আছে রে আছে বুকের পাটা!’, ‘ডন’ দেবের নতুন গানে মজল নেটপাড়া

সুপারস্টার দেবের ছবি মানেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবে ইদানীং, বাণিজ্যিক ছবি করলেও, ‘মেইনস্ট্রিম’ ছবির দুনিয়া থেকে একটু দূরেই ছিলেন সুপারস্টার। ‘খাদান’-এর হাত ধরে মারকাটারি অ্যাকশন ছবিতে ফিরলেন অভিনেতা। আজ, ১২ই ডিসেম্বর, বৃহস্পতিবার, মুক্তি পেল সেই ছবির নতুন গান ‘বাপ এসেছে’।

প্রায় সাড়ে তিনমিনিটের এই গানে অভিনেতা ধরা দিয়েছেন ‘ডন’রূপে। অভিব্যক্তিতেই তিনি স্পষ্ট করে দিচ্ছেন তাঁর বক্তব্য, ‘এই মুলুকের সব নিয়ম আমার’। গানের সঙ্গে আগ্রাসীভঙ্গিতে পা-ও মিলিয়েছেন দেব। নেপথ্যে শোনা যাচ্ছে গানের পংক্তি, ‘যা যা বলে দে, তোর বাপ এসেছে’।

খ্যাতনামা সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায় একাধারে এই গানের সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার। অভিনেতার আগ্রাসী লুকের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঈশান মিত্র।

ইতিমধ্যেই গানটির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। তাঁদের মতে, বাংলায় এমন গান তৈরী হয়নি বহুদিন। সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়ের প্রশংসাও করেছেন সবাই। সুপারস্টারকে দেখে অনেকে বলছেন, ফিরে এসেছেন পুরনো দেব। গানের ভিডিওর কমেন্ট সেকশনে চোখ রাখলেই বোঝা যাচ্ছে, দেবের এই অবতার দেখে যারপরনাই খুশী তাঁর ভক্তেরা।

সুজিত দত্ত পরিচালিত এই ছবি আসছে ‘Dev Entertainment Ventures’ এবং ‘Surinder Films’-এর যৌথ প্রযোজনায়। মূলতঃ কয়লাখনি অঞ্চলের সামাজিক, রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটেই দাঁড়িয়ে রয়েছে এ ছবি। শ্যাম মাহাতো (দেব) আর মোহন দাসের (যীশু) বন্ধুত্বের গল্পও বলবে এ ছবি। যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করবেন স্নেহা বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ইধিকা পাল, বরখা বিশ্‌ত এবং অনির্বাণ চক্রবর্তী। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন বিশ্বরূপ বিশ্বাস এবং পরিচালক সুজিত দত্ত স্বয়ং।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।