Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

খগেনের পর এবার কুট্টুস, উধাও নন্দর সারমেয়-বিদ্বেষ!

সম্প্রতি দর্শক তাঁকে দেখেছেন সম্পূর্ণ কুকুরবিদ্বেষী এক চরিত্রে। ‘পারিয়া’র সেই নন্দ ওরফে সৌম্য মুখোপাধ্যায়ের পরের ছবিতে ফের হাজির এক সারমেয়। তবে এবার তাঁর সঙ্গে সেই সারমেয়র এক মিষ্টি রসায়ন দেখতে পাবেন দর্শক।

হার্জের লেখা টিনটিন-কুট্টুসের সেই কমিক্স এখনও জনপ্রিয় পাঠকমহলে। ছোটবেলার সেই নস্টালজিয়াই কি ফিরতে চলেছে বড়পর্দায়? পরিচালক অংশুমান প্রত্যুষের এই নতুন ছবির নাম ‘কুট্টুস’। সারমেয়-মানুষের মনকাড়া রসায়নের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। গত ১লা মে, বুধবার, মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার।

ছবির পোস্টার তৈরী করেছে ‘একতা ক্রিয়েটিভ টেলস’। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সেই পোস্টার শেয়ারও করেছেন অভিনেতা। সেই পোস্টারে দেখা যাচ্ছে, দুই তরুণ-তরুণীর সঙ্গে বসে আছে এক সারমেয়। পোস্টার দেখে তাই সকলের মনেই প্রশ্ন, তরুণ যদি সৌম্য হন, তবে তরুণীটির চরিত্রে অভিনয় করছেন কে! সে ব্যাপারে যদিও খুব বেশী কিছু জানা যায়নি এখনো। কেবল জানা গিয়েছে, এই ছবির মাধ্যমেই টলিপাড়ায় অভিষেক হবে সেই অভিনেত্রীর। যদিও হিন্দি ধারাবাহিক এবং ওয়েব সিরিজে যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর।

এর আগে, ‘নির্ভয়া’, ‘প্যান্থার’, ‘ওগো বিদেশিনী’র মত অফবিট ছবি তৈরী করেছেন অংশুমান প্রত্যুষ। ‘অন্নপূর্ণা’, ‘ধাপ্পা’র মত বেশ কিছু ছবি আসতে চলেছে তাঁর পরিচালনায়। সাধারণত যে গল্পগুলো বলা হয়ে ওঠে না, সেই গল্পগুলোই বলেন অংশুমান। অন্যদিকে, সারমেয় নিয়ে এটি তিননম্বর ছবি সৌম্য মুখোপাধ্যায়ের। এর আগে, সৌম্য অভিনীত, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং তথাগত মুখোপাধ্যায়ের দুটি ছবির গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিল সারমেয়।

তবে জানা গিয়েছে, সেই ছবিদুটিতে সৌম্যর সঙ্গে সারমেয়দের রসায়নের থেকে সম্পূর্ণ আলাদা এই ছবি। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সপ্তর্ষি সেন এবং শুভদীপ ভৌমিক। জানা গিয়েছে চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘SMV Studios’ নিবেদিত এই ছবি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।