বিহাইন্ড দ্য সিনে মজেছে শহর, মুক্তির প্রস্তুতি ‘ময়দান’-এর

আগামী ১০ই এপ্রিল মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ময়দান’। তার আগেই কলকাতায় চলে এসেছে গোটা টিম। ভারতীয় ফুটবলের কোচ সৈয়দ আবদুল রহিমের গল্প বলবে এই ছবি।

গতকাল, ৭ই মার্চ, ছবি মুক্তির আগে, কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল একটি প্রেস কনফারেন্সের। ছবির বেশ কিছু বাছাই করা ‘বিহাইন্ড দ্য সিন’ দৃশ্য দেখানো হয় গতকাল। যার ফলে বেড়েছে আবেগের মাত্রা। স্বাভাবিকভাবেই, ছবি মুক্তির আগে এই ধরনের অনুষ্ঠান ছবি মুক্তির আগ্রহ বাড়িয়ে দেয় অনেকটাই।

গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মা, প্রযোজক বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত, জনপ্রিয় বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষসহ ‘টিম ময়দান’।
মাত্র ৫৩ বছর বয়সে, ১৯৬৩ সালে প্রয়াত হয়েছিলেন সৈয়দ আবদুল রহিম। ১৯৫০ সাল থেকে আমৃত্যু ভারতের ফুটবলের জাতীয় দলের ম্যানেজার এবং কোচ ছিলেন তিনি।
১৯৫২ থেকে ১৯৬২ ছিল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ। ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিকে প্রথম বার খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল।
খেলার উপযোগী জুতো না থাকা সত্ত্বেও, খালি পায়ে খেলে অলিম্পিকের ‘ময়দানে’ নিজের সেরাটা দিয়েছিলেন প্রত্যেকে। সম্মুখীন হয়েছিলেন বহু প্রতিকূলতার।
স্মৃতির অতলে হারিয়ে যাওয়া সেই অচেনা মানুষটির জীবনের সত্য ঘটনা অবলম্বনেই এই ছবি তৈরী করেছেন ‘বাধাই হো’-খ্যাত পরিচালক অমিত শর্মা।
সেসময়ে কলকাতাতেই ছিল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের অফিস। ছবিতে তাই দেখা যাবে রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায়সহ একাধিক বাঙালি অভিনেতাদের। রয়েছেন গজরাজ রাও, প্রিয়ামণির মত কলাকুশলীরাও। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ. আর. রহমান।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top