প্রকাশ্যে ফেলুদার ফার্স্টলুক, কবে মুক্তি পাচ্ছে ‘নয়ন রহস্য’?

‘হত্যাপুরী’র পর ফের তিনমূর্তিকে নিয়ে নয়া অভিযানে যে পাড়ি দিচ্ছেন সন্দীপ রায়, তা জানা গিয়েছিল আগেই। এবারে তিনি ছবির জন্য বেছে নিয়েছেন ‘নয়ন রহস্য’ কাহিনীটি।

বর্তমানে রহস্য-থ্রিলার ছবির চাহিদা প্রচুর। তবে সবকিছুকে বোধহয় ছাপিয়ে যায় ফেলুদার জনপ্রিয়তা। বিভিন্ন পরিচালক বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে তুলে ধরেছেন ফেলুদাকে। ফেলুদার ছবি হবে, অথচ কাস্ট নিয়ে চর্চা হবে না, তা সাধারণত হয় না।

কেবল চর্চাই নয়, অনেকক্ষেত্রেই কড়া সমালোচনার মুখেও পড়তে হয় অভিনেতাদের। ইন্দ্রনীল সেনগুপ্ত বা অভিজিৎ গুহও বাদ পড়েননি সমালোচনার তালিকা থেকে। তবে এত ফেলুদার মাঝে সত্যজিৎ-পুত্র ভরসা রেখেছিলেন তাঁর আগের কাস্টেই। তাই ‘হত্যাপুরী’র পর ‘নয়ন রহস্য’তেও ফেলুদা, তোপসে, জটায়ু হিসেবে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, আয়ুষ দাস, অভিজিৎ গুহ।

বাচ্চা ছেলে নয়নের আছে এক অদ্ভুত ক্ষমতা। আর সেই ক্ষমতার জন্যই হয়ত হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। খুন হন হিঙ্গোরানি। চেন্নাইয়ে শ্যুটিং হয়েছে এই ছবির বেশ কিছু দৃশ্যের, যা স্বাভাবিকভাবেই ছবির মাত্রা বাড়িয়ে দিয়েছে আরো।

নতুন প্রজন্মের কাছে ফেলুদাকে আরো বেশী আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করেছেন পরিচালক সন্দীপ রায়। পর্দায় তাঁর ফেলুদা মোবাইল ফোন ব্যবহার করবে, তদন্তের স্বার্থে ব্যবহার করবে আধুনিক বিভিন্ন সরঞ্জামও। তবে এতে যাতে ফেলুদার স্বকীয়তা নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রেখেছেন পরিচালক।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে নয়নের চরিত্রে অভিনয় করছে অভিনব বড়ুয়া। এখন কেন্দ্রীয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে সে। এছাড়াও এই ছবিতে থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, শুভ্রজিৎ দত্ত, কার্ল অ্যান্ড্রু হার্ট এবং বলিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা মোহন আগাসে।

পরিচালক সন্দীপ রায় জানান, ‘নয়ন রহস্যর ক্ষেত্রে প্রত্যাশার পরিমাণ কিছুটা বেশী। দৃশ্যগুলি অনেক বেশী আকর্ষণীয়। আশা করি, সব বয়সের দর্শকের ভাল লাগবে।’ অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তও এ ছবি নিয়ে যথেষ্ট উত্তেজিত। ‘ছবির প্রত্যেকটা চরিত্র অত্যন্ত স্পেশাল। মোটের উপর, অনেকটা আনন্দ, উত্তেজনা আর উদ্বেগ নিয়ে এই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছি আমরা সবাই’, বলেছেন অভিনেতা।

এর আগের ছবি ‘হত্যাপুরী’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের বড়দিনের মরশুমে। ২০২৩ সালেই শুরু হয়ে গিয়েছিল এই ছবির শ্যুটিং। অনেকেই আশা করেছিলেন হয়ত গতবছর বড়দিনেই মুক্তি পাবে এই ছবি। কিন্তু নির্মাতারা বড়দিনে এই ছবি আনেননি। ফেলুদার ছবি দেখতে অনেকেই তাঁদের কিশোরবয়সী সন্তানদের নিয়ে যান প্রেক্ষাগৃহে। আর মে মাসে থাকে গরমের ছুটি। হয়ত কিছুটা সেজন্যই, এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১০ই মে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top