জি বাংলার ধারাবাহিকপ্রেমী অথচ সৃজন-পর্ণা জুটি তাদের অপছন্দ, এমনটা হওয়া শুধু দুঃসাধ্য তাই নয়, অসম্ভবও বটে। আবারও একবার টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে ‘নিম ফুলের মধু’, গল্পে নিত্য চমক আসতেই থাকে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই রুবেল দাসকে সৃজনের ভূমিকায় এবং পল্লবী শর্মাকে পর্ণার ভূমিকায়।
ধারাবাহিকের শুরুতে দেখা যায়, পর্ণার সাথে সৃজনের বিয়ে হয়। তবে বর্তমানে গল্পে এসেছে এক বড় বদল। পর্ণা একটি অ্যাক্সিডেন্টে নিজের স্মৃতি হারিয়ে ফেলে এবং ফিরে যায় ১২ বছর পিছনে। সে এখন নিজেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ভাবছে এবং নিজের শ্বশুরবাড়ির সকলকেই নতুনভাবে চিনছে।
পর্ণার স্মৃতি হারালেও তার শত্রুরা কিন্তু তাকে নাজেহাল করার চেষ্টায় কোন ত্রুটি রাখছে না। পর্ণা ঠিক আগের মতই বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত বিপদ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করে চলেছে। এরই মাঝে ঈশা পুঁটিকে কিডন্যাপ করার চক্রান্ত করে এবং সুইটি ও মৌমিতা তাকে সাহায্য করে।
অন্যদিকে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের নবীনবরণ, সেখানে হই-হুল্লোড়, জমজমাট আয়োজন। পর্ণা সেখানে হাজির। এরই মাঝে ঘটল এক ঘটনা।
১২ বছর আগের কলেজ স্টুডেন্ট পর্ণা অভ্যর্থনা জানায় ছাত্র ইউনিয়নের নেত্রী ঈশাকে। আবার ঈশা এবং পর্ণা মুখোমুখি! ঈশা তাকে নানাভাবে অপমান করার চেষ্টা করে, কিন্তু অপমানের জবাব পর্ণা কীভাবে দেবে?
তাহলে কি পর্ণার স্মৃতি ফিরে আসতে চলেছে? এই প্রশ্নের মাঝেই পর্ণা তার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের এক হ্যান্ডসাম স্মার্ট স্টুডেন্ট ঋতমের সাথে কাপল ডান্স কম্পিটিশনের পার্টনার হতে রাজি হয়ে যায়।
কিন্তু সৃজন থাকতে পর্ণা অন্য একজনের সাথে কাপল ডান্স করবে এটাও কি সম্ভব? সৃজন ফন্দি করে পর্ণার সাথে স্টেজে উঠে যায় কাপল ডান্সের জন্য। পর্ণা সৃজনকে দেখে কী করবে? ঈশা এবং পর্ণা মুখোমুখি হওয়ায় নতুন কোন ঝড় উঠবে? সবটাই জানতে অবশ্যই চোখ রাখতে হবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। ধারাবাহিকটি প্রতিদিন দেখুন জি বাংলায় এবং যেকোনো সময়ে জি ফাইভে।