Mayurakshi: বাবা-ছেলের এই গল্প এবার দেখা যাবে ‘হইচই’তে

বরাবরই আকর্ষণীয় সিনেমা-সিরিজ থাকে ‘হইচই’-এর ঝুলিতে, সেই তালিকায় এবার যোগ হল আরো একটা নাম। বেশ কিছু বছর আগে মুক্তি পেয়েছিল পরিচালক অতনু ঘোষের ছবি ‘ময়ূরাক্ষী’। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রসায়ন মন কেড়েছিল দর্শকমণ্ডলীর। বাবা-ছেলের সেই গল্প এবার দেখা যাবে ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে।

স্নায়ুরোগের সমস্যায় জর্জরিত এক অবসরপ্রাপ্ত অধ্যাপক (সৌমিত্র চট্টোপাধ্যায়)। তাঁর ছেলে (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) থাকেন বিদেশে। তিনিও সম্মুখীন হয়েছেন জীবনের এক কঠিন পরিস্থিতির। সেই সময়ে যদি ফের জোড়া লাগে যোগাযোগের ছিন্নপ্রায় সুতোগুলো! স্বাভাবিকভাবেই খুলে যায় মনের অনেকগুলো বন্ধ দরজা। বাবা-ছেলের এই গল্পের পরতে পরতে মিশে রয়েছে আবেগ।

‘65th National Film Awards’-এ সেরা বাংলা ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি। ‘ফিল্মফেয়ার ইস্ট’ এবং ‘WBFJA’-তে প্রচুর প্রশংসা কুড়িয়েছে ‘ময়ূরাক্ষী’। আরো একবার ভালবাসা, আবেগ, নিজের মানুষগুলোকে ফের নতুন করে চেনার এই জার্নির অংশীদার হতে পারবেন দর্শক। আজ, ৩১শে মে থেকে ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি।

সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও, বহুল প্রশংসিত এই ছবিতে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী, সুদীপ্তা চক্রবর্তী, ইন্দ্রাণী হালদারও। অন্যধারার একটি ছবি দর্শকদের কাছে আবার নিয়ে এসে চলচ্চিত্রপ্রেমীদের মুখে আরো একবার হাসি ফোটাল ‘হইচই’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top