Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
Entertainment

মুক্তি পেল নার্ভ ছবির ফার্স্ট লুক ও অফিসিয়াল পোস্টার।

চলতি বছরে বড়ো পর্দায় আসছে পরিচালক সায়ন বসু চৌধুরী এর নতুন ছবি “নার্ভ”। মুক্তি পেল সেই ছবির ফার্স্ট লুক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অক্ষয় অরুন, অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়, অনন্যা গুহ প্রমুখ। 

গল্পের বিষয়বস্তু যেটুকু জানা গিয়েছে তা হল দুই বোনের জীবনের নানান কোন নিয়ে এই ছবি। রিতিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা গুহ কে, গল্পে তিনি ছোটো থেকে হাঁটাচলা করতে পারেন না। জীবনের সমস্ত দায়িত্ব রয়েছে দিদি অনন্যার উপরে। অন্যদিকে অভিনেতা অক্ষয় অরুন কে দেখা যাবে দেব এর চরিত্রে অভিনয় করতে, যে রিতিকার ভালোলাগার মানুষ। তিনজনের জীবনের আঙ্গিকে তৈরি এই গল্প নার্ভ। মূলত কলকাতা শহরেই ছবির শুটিং। 

পরিচালক সায়ন বসু চৌধুরী জানান – ” এই গল্পে তিনজন মানুষের জীবনের গল্প উঠে আসবে। খুব ইমোশনাল একটা গল্প দেখা যাবে এই ছবিতে। নতুন অভিনেতা হিসাবে অক্ষয় অরুন দারুন অভিনয় করেছে। রূপসা মুখোপাধ্যায়, অনন্যা গুহ ছাড়া আরো বেশ কিছু অভিনেতাকে দেখা যাবে অন্যান্য চরিত্রে। আশা করছি ছবিটা দর্শকদের ভালো লাগবে”। 
অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় জানান – “এর আগে পরিচালক সায়নের সাথে আমার ছবি হয়েছে, কিন্তু এটা পুরোপুরি আলাদা একটা গল্প। দুই বোনের ভালোবাসার গল্প। যে গল্পের মধ্যে নানা সম্পর্ক দেখানো হয়েছে। দেব চরিত্রটিকে ঘিরে নানান টানাপোড়েন রয়েছে এই ছবিতে”। 
অভিনেতা অক্ষয় অরুন বলেন –  “এটা আমার বড়ো পর্দায় প্রথম বড়ো ছবি। আমার চরিত্রের মধ্যে নানান টানাপোড়েন রয়েছে। গল্পের প্রতিটি মোড়ে চমক থাকবে। পরিচালক সায়ন বসু চৌধুরীর সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি দর্শকদের ভালো লাগবে ছবিটা”।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts

Soumyajit Patra

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।