Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Tollywood

Vikram-Sohini: মৃত্যু কি আলাদা করতে পারে ‘অমর সঙ্গী’দের?

চলতি বছরে, ‘পারিয়া’র হাত ধরে অভিনেতা বিক্রমকে একেবারে অন্যধরনের চরিত্রে পর্দায় পেয়েছিলেন দর্শকেরা। এবার সেই ছবির নির্মাতাদের হাত ধরেই ফের নিজের চেনা ছন্দে ফিরলেন অভিনেতা। দিব্য চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘অমর সঙ্গী’তে আবারও এক প্রেমিকের চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে।

সুদীর্ঘ কেরিয়ারজীবনে প্রথমবারের জন্য বিক্রমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। Dreams On Sale প্রযোজিত, Handykraft Pictures সহপ্রযোজিত এই ছবির পোস্টার মুক্তি পেল আজ। পোস্টারে বিক্রম ও সোহিনীকে দেখা যাচ্ছে খুনসুটির মেজাজে। কিন্তু বিক্রমের ছবি রঙিন হলেও, সোহিনীর ছবিতে ছিটেফোঁটা নেই রঙের। তাঁর ছবিটি সাদাকালো। প্রোমো ভিডিওতে শোনা যাচ্ছে বিয়ের যজ্ঞের আগুনের সঙ্গে চিতার আগুনের তুলনা।

মৃত্যুর কাঁটাতার পেরিয়ে ভালবাসার যে ব্যাপ্তি, তারই ছবি ধরা পড়তে চলেছে নতুন এই ছবিতে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, প্রেম-বিরহ-হাসি-মজা – সব সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিই ফুটিয়ে তুলবেন কলাকুশলীরা। পরিচালক জানিয়েছেন, বিক্রম-সোহিনীসহ এ ছবির কলাকুশলীদের অনেকেই তাঁর পূর্বপরিচিত, তাই পিকনিকের মেজাজেই শ্যুটিং করেছেন তাঁরা। কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ, দেশপ্রিয় পার্কের মত জায়গায় হয়েছে ছবির শ্যুটিং।

আমাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মের জন্য এর আগেও মায়ানগরীর বুকে কাজ করেছেন পরিচালক দিব্য চট্টোপাধ্যায়। তবে এটাই তাঁর প্রথম বাংলা ফিচার ফিল্ম। তাঁর কথায়, ‘ভালবাসার সঙ্গে কমেডির মিশেলে তৈরী এই ছবি। প্রেম, ‘টক্সিসিটি’, ইগো – সবকিছুর উপস্থিতি সত্ত্বেও, এ ছবি যথেষ্ট হালকা মেজাজের।’ সোহিনী জানান, বিক্রমের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল। তিনি বলেন, ‘এই ছবি ভালবাসার ছবি। বহুদিন পর আমি এই জঁরের গল্পে কাজ করলাম।’

বিক্রম জানিয়েছেন, ‘শেষ পাতা’র মত সিরিয়াস ছবি, ‘পারিয়া’র মত অ্যাকশন-প্যাকড ছবি বা ‘শহরের উষ্ণতম দিনে’র মত রোম্যান্টিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে, তবে তাদের থেকে এই ছবির চিত্রনাট্যকে আলাদা করেছে ছবির হরর-রোম্যান্টিক-কমেডি জঁর। পুরনো বন্ধু, প্রযোজক অভিনব ঘোষের সঙ্গে আবার কাজ করারই হোক, বা সোহিনীর সঙ্গে প্রথম কাজ করার, অভিজ্ঞতার পুরো ঝুলিই মজা আর আনন্দে ঠাসা।

ছবিতে অর্কপ্রভ মুখোপাধ্যায়, রণজয় ভট্টাচার্য্য, অভিকিস্ম ও ঋষি চন্দের গান শোনা যেতে চলেছে। ছবির ক্যামেরার দায়িত্ব থাকবে অভিমন্যু সেনগুপ্তের হাতে। অরিত্র সেনগুপ্ত এবং পরিচালক দিব্য চট্টোপাধ্যায়ের লেখা এই কাহিনী যে খুব সহজেই মানুষের মনে জায়গা করে নেবে, তার আঁচ পাওয়া যাচ্ছে পোস্টারেই।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।