Entertainment

Paayel Sarkar: NRI পাত্রকে বিয়ে করে বিদেশে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী!

অভিনেতা-অভিনেত্রীদের বিয়ের খবর এলেই ভক্তরা ভাগ হয়ে যান দুই দলে। একদল যখন তাঁদের ভরিয়ে দেন শুভেচ্ছাবার্তায়, আরেকদল তখন আবার মনভাঙা বিরহী। এখন অভিনেত্রী পায়েল সরকারের ভক্তদের মনও বোধহয় বেশ খারাপ। কারণ, কেবল বিয়ের খবর নয়, সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে পায়েলের বিদেশযাত্রা নিয়েও।

আদৃত-কৌশাম্বী কি অঙ্কুশ-ঐন্দ্রিলাই হোক, কিংবা শোভন-সোহিনী, সত্যি হোক বা মিথ্যে, তারকাদের বিয়ে নিয়ে সবসময়েই শোনা যায় গুঞ্জন। শোনা যাচ্ছে, অভিনেত্রী পায়েল সরকার নাকি বিয়ে করছেন খুব শিগগিরই। তাও আবার দেশের মধ্যে নয়। এনআরআই পাত্রকে বিয়ে করে তিনি নাকি পাড়ি দিচ্ছেন বিদেশে। বিদেশে পাড়ি দিলে টলিউডের কাজ যে স্বাভাবিকভাবেই ছেড়ে দেবেন তিনি, সে কি আর বলার অপেক্ষা রাখে! এসব গুঞ্জন শুনতে শুনতে তাই মনখারাপ করে বসে আছেন পায়েল-ভক্তরা।

সম্প্রতি তিনি গিয়েছিলেন মার্কিন মুলুকে। আর তারপর থেকেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। সত্যিই কি তবে অভিনয় ছেড়ে বিদেশ-পাড়ি দিচ্ছেন অভিনেত্রী পায়েল সরকার। এসব গুঞ্জনের উত্তর নিজেই দিয়েছেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব গুঞ্জনের পুরোটাই গুজব। জানালেন, নিউ ইয়র্কের বাংলা চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তিনি। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’র প্রিমিয়ারে উপস্থিত থাকার জন্যই এতদিন বিদেশে থাকতে হয়েছে তাঁকে। সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে এসেছেন পায়েল।

মার্কিন মুলুকে গেলেও, তার সঙ্গে যে বিয়ের খবরের কোনো সম্পর্কই নেই, এ কথা সাফ জানিয়েছেন তিনি। জানিয়েছেন, তিনি লিভ-ইন সম্পর্কে আছেন, এমন গুজবও রটেছিল। কিন্তু এসবের কোনোটাতেই সত্যতার কোনো ছোঁয়াই নেই। বরং পুরোটাই মিথ্যে রটনা!

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।