Live Entertainment & Love Lifestyle

Entertainment

Padatik Teaser: ‘এক্সপেরিমেন্টাল জিনিয়াস’-এর স্পষ্ট ছাপ চঞ্চলে

দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন মৃণাল সেন। সাদাকালো ফ্রেমে সেই ছবি এখন ভাইরাল। কথা হচ্ছে, ‘পদাতিক’ ছবির টিজার নিয়ে। মৃণাল সেনের জন্মদিনেই মুক্তি পেয়েছিল ছবির টিজার।

কেটে গেছে পাঁচ বছর। ২০১৮ সালেই ‘পদাতিক’-স্রষ্টা মৃণাল সেন পাড়ি দিয়েছেন অমৃতলোকে। সৃজিত মুখার্জী যে তাঁকে নিয়ে একটা বায়োপিক করতে চলেছেন, সে খবর শোনা গিয়েছিল আগেই। মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তবে টিজারে চঞ্চল চৌধুরীকে দেখে ভক্তরা মুগ্ধ!

মৃণাল সেনের দেহভঙ্গিমা, বাচনভঙ্গি সবটাই দক্ষতার সঙ্গে নিজের মধ্যে ধারণ করেছেন অভিনেতা। মিনিটদেড়েকের ঝলকে দেখা গিয়েছে তাঁর দৃপ্ত চলন। টিজারে শোনা যাচ্ছে তাঁর স্ত্রীর কণ্ঠ। তরুণ মৃণালকে ভবিষ্যতের ‘পরিচালক মৃণাল সেন’ হয়ে ওঠার প্রেরণা দিচ্ছেন তিনি।

পঁচানব্বই বছরের জীবনে ‘কলকাতা ট্রিলজি’ (ইন্টারভিউ, কলকাতা ৭১, পদাতিক), ‘ভুবন সোম’, ‘নীল আকাশের নীচে’-সহ বহুসংখ্যক ভিন্নধারার ছবি তিনি বানিয়েছেন। বিয়ে করেছিলেন অভিনেত্রী গীতা সোমকে। সৃজিতের ছবিতে গীতা সোমের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মনামী ঘোষ। এছাড়াও ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। তরুণ মৃণালের চরিত্রে থাকছেন কোরক সামন্ত।
এর আগে ভাইরাল হয়েছিল ছবির একটি ক্লিপ। ‘মৃণাল’রূপী চঞ্চল সেই ভিডিওতে কথা বলছিলেন ‘সত্যজিৎ’রূপী জিতুর সঙ্গে। সেই ক্লিপেও চঞ্চল চৌধুরীকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। টিজারে ফের একবার তাঁকে দেখে যেন সেই মুগ্ধতার পরিমাণ বেড়ে গেল আরো অনেকটাই।

তবে এত প্রশংসা পেয়েও অভিনেতা চঞ্চল চৌধুরীর পা রয়েছে মাটিতেই। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা এবং সেই সঙ্গে যোগ্যতা, আমার আছে কিনা সেটা বলার আগে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে।’
তবে অভিনেতা যা-ই বলুন, টিজার দেখে যে দর্শকদের ছবি দেখার ইচ্ছে বেড়ে গিয়েছে অনেকটাই, সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।