Live Entertainment & Love Lifestyle

Entertainment

Pariah 2: বিক্রমের জন্মদিনের উপহার! প্রকাশ্যে এল মোশন পোস্টার

পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিনে পরিচালক আভাস দিয়েছিলেন, আসছে ‘পারিয়া ২’। গত পরশু ছবির আগমনবার্তা পাওয়া গিয়েছিল নির্মাতাদের একটি ছবিপ্রকাশের মাধ্যমে। আজ, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিনই মুক্তি পেল ছবির মোশন পোস্টার।

অভিনেতা-অভিনেত্রীদের জন্মদিনের দিন সিনেমার ঘোষণা থেকে পোস্টার রিলিজ, এখন বেশ সাধারণ ব্যাপার। তাই ‘পারিয়া’ ছবির মুখ্য চরিত্রের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিনে কিছুটা আশায় বুক বেঁধেছিল চলচ্চিত্রপ্রেমীরা।
আর তাদের আশাহত না করে, আজ শুক্রবার, মুক্তি পেল ‘পারিয়া’র সিক্যোয়েলের মাশালা মোশন পোস্টার। সেই মোশন পোস্টারে দেখা যাচ্ছে, যেখানে এক কুকুরের মুখোশ পরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে লুব্ধক (বিক্রম)। ছবির নাম ঠিক হয়েছে, ‘Pariah Vol 2: Rise Of Kalbhairav’।

‘পারিয়া’ তৈরী হয়েছিল বেশ কিছু সত্য ঘটনা অবলম্বনে। পথকুকুরদের উপর নির্যাতনের অনেকটাই তুলে ধরা হয়েছিল এই ছবিতে। কিন্তু এবারে কেবল পথকুকুর নয়, প্রাণীজগত আর জঙ্গলের অস্তিত্বরক্ষার সম্পূর্ণ দায়িত্বই এবার বিক্রমের কাঁধে।

এবারের ছবিতে দেখা যাবে দুটো সময়ের গল্প। লুব্ধকের অতীতের গল্প যেমন দেখানো হবে, তেমনি ‘পারিয়া’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে লুব্ধকের যাত্রা। উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গল ও প্রাণীজগত ধরা দেবে এই ছবিতে। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের কথায়, ‘মানুষ আজ পশুপাখির জগতে ঢুকে পড়েছে। জঙ্গল কেটে রাস্তা তৈরি করছে, ইমারত তৈরি করছে। সেই সব প্রশ্ন তুলবে ‘পারিয়া টু’। কুকুরের মত অনান্য জীবজন্তুদের ওপর যে ক্রমাগত অত্যাচার করে চলেছে মানুষ, তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী থাকবে পারিয়ার এই ভাগে।’

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বলেন, ‘পারিয়া ওয়ানের জন্য নিজের লুক পুরো পাল্টে ফেলেছিলাম। এবারে আরো খাটনি থাকবে। এবার যেহেতু দুটো টাইমলাইন থাকবে, তাই একবার ওজন বাড়াতে হবে, একবার ওজন কমাতে হবে। খাওয়াদাওয়ার পরিবর্তন ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে।’

বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও, ‘পারিয়া’তে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অঙ্গনা রায়, সৌম্য মুখার্জী, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য লোকনাথ দে, দেবাশীষ রায়, তপতী মুন্সী প্রমুখ। কিন্তু আগের ছবিতে মৃত্যু হয়েছে অনেক চরিত্রেরই, তাই স্বাভাবিকভাবেই সিক্যোয়েলে দেখা যাবে না তাঁদের। একঝাঁক নতুন মুখ দেখা যাবে আগামী ছবিতে।

তবে থাকছেন অঙ্গনা রায়, দেবাশীষ রায়, বিমল গিরি, দেবপ্রসাদ হালদা্‌ শাহির রাজ প্রমুখ। তবে খলনায়কের চরিত্রে থাকবে আরো বড়ো চমক। এই বছরের পুজোর শেষে শুরু হবে ‘পারিয়া টু’-র শ্যুটিং।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।