গ্রীষ্মের দুপুরের ভাতঘুম আর সাথে পাশবালিশ

বাংলা রোমান্টিক থ্রিলার সিরিজ পাশবালিশের অভিনেতা – ইশা সাহা, সৌরভ দাস, সুহোত্র মুখার্জি এবং ঋষি কৌশিক সিরিজের প্রচারের জন্য থ্রি ডটস ক্যাফেতে জড়ো হন। কোরক মুর্মু পরিচালিত এই সিরিজ ১০ই মে মুক্তি পাবে ZEE 5 এর স্ট্রিমিং প্লাটফর্মে।

 
‘পাশবালিশ’ শিরোনাম রূপকার্থে ব্যবহার করা হয়েছে এই গল্পে। এই গল্প বাংলাদেশে শৈশব কাটানো দুই বন্ধু বাবলা এবং মাম্পির যাত্রা অনুসরণ করে, যারা ঘটনার অনুক্রমে বিচ্ছিন্ন হয়ে যায়। পনেরো বছর পরে, গল্পটি প্রশ্ন তোলে – ভাগ্য কি তাদের পুনর্মিলন করবে, নাকি তাদের পুনর্মিলন তাদের জীবনকে চিরতরে পরিবর্তন করবে? এই আখ্যানের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাবলা (সুহোত্র মুখার্জি), মাম্পি (ইশা সাহা), স্বদেশ (সৌরভ দাস) এবং অধিরাজ (ঋষি কৌশিক)-এর অন্তর্নিহিত গন্তব্য।
 
আঁচলের চরিত্রে অভিনয় করা ইশা সাহা, তাঁর চরিত্র সম্পর্কে শেয়ার করেছেন, “আঁচলের চরিত্রটিকে ফুটিয়ে তোলার অভিজ্ঞতা অসাধারণ ছিল। আমি চরিত্রটির বহুমুখী ব্যক্তিত্বের সাথে গভীরভাবে অনুপ্রাণিত। সে সাহসী, সংবেদনশীল এবং স্বাধীন। একজন দৃঢ়-ইচ্ছাসম্পন্ন মহিলা, যে তার বিশ্বাসের জন্য লড়াই করে এবং যা সঠিক তার পক্ষে দাঁড়াতে কখনই পিছপা হয় না।”
 
সুহাত্রো মুখার্জি, চাঁদুর ভূমিকায় অভিনয় করছেন, সুহোত্র বলেন, ‘একজন অভিনেতা হিসাবে, আমি যে চরিত্রে অভিনয় করি তা আমার একটি অংশ হয়ে ওঠে এবং চরিত্রগুলিকে জীবন্ত করে তোলার এবং তাদের আবেগ ভাগ করে নেওয়ার এটা একটা দারুন উপায়।’
সৌরভ দাস, তার স্বদেশ চরিত্রটির ব্যাপারে  বলেন, “স্বদেশ আমার মনের খুবই কাছের একটি চরিত্র, এবং আমি এই প্রতিশোধ এবং বিদ্রোহের নেশায় বুঁদ চরিত্রটি করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। তিনি পাহাড়বংশী বংশের নেতা হিসাবে, স্বদেশ বিপ্লবের নেতৃত্ব দেন।  আমি এই ধরনের আকর্ষণীয়, গভীর ও বহুস্তরযুক্ত চরিত্রে অভিনয় করতে বেশ ভালোবাসি, আশা করি দর্শকরাও উপভোগ করবেন।”
ট্রেলারে বেশ কয়েকঝলক দেখা মেলে অভিনেতা শঙ্কর দেবনাথ এবং আত্মদীপের। দুর্দান্ত ‘লুক’ এবং অভিব্যক্তিতে নজর কেড়েছেন প্রত্যেকেই। পরিচালক কোরক মুর্মু জানিয়েছেন, ‘ভালবাসা, রহস্য আর আবেগের মিশেলে তৈরী পাশবালিশের গল্প। ঈশা, সৌরভ, সুহোত্রর মত গুণী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত ভাল।’
 

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
Scroll to Top