বঙ্গকন্যারা বাংলার মুখ উজ্জ্বল করে চলেছেন বেশ ধারাবাহিকভাবে। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার এক কন্যার নাম। কলকাতার পরিচিত মুখ পায়েল মুখার্জী এবার সম্মানিত হলেন বলিউডে।
গত ২১শে জুন, মুম্বইয়ের সাহারা স্টার হোটেলে আয়োজিত হয়েছিল এক জমজমাট অনুষ্ঠান। তারকাসমৃদ্ধ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রণদীপ হুডার মত ব্যক্তিত্ব। গতবছরে মুক্তি পেয়েছে ঈরশাদ খান পরিচালিত হিন্দি ছবি ‘ননস্টপ ধামাল’।
বাংলার মেয়ে পায়েল মুখার্জী ছাড়াও, সুরেশ গোন্ডালিয়া প্রযোজিত সেই ছবিতে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে, রাজপাল যাদব, আন্নু কাপুর, মনোজ যোশী, প্রিয়াংশু চ্যাটার্জী, আশ্রানি, বিক্রম কোচার-সহ একাধিক তারকা।
‘ননস্টপ ধামাল’-এ অভিনয়ের জন্যই মায়ানগরীতে গিয়ে সম্মান পেলেন পায়েল মুখার্জী। মিড-ডে শোবিজ আইকন ২০২৪-এর শিরোপা ছিনিয়ে নিলেন তিনি। বিখ্যাত, জনপ্রিয় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী তাঁর হাতে তুলে দিয়েছেন এই পুরস্কার।
বলিপাড়ার পাশাপাশি, দক্ষিণ ভারতের বেশ কিছু ছবিতেও সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন এই বঙ্গকন্যা। অভিনয় করেছেন বাংলা ছবিতেও।
‘চৌধুরী রাজবাড়ি’, ‘দেখ কেমন লাগে’, ‘আগন্তুক’-এর মত ভিন্নধারার বাংলা ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ধাগা প্রোডাকশনসের দুটি ছবিতেও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পায়েল।
গত সপ্তাহেই, ধাগা প্রোডাকশনের গালা নাইটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মানসি সিনহার পরিচালনায় ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ও বাপ্পার পরিচালিত হিন্দি সিনেমা ‘গির্গিটে’-তে অভিনয় করতে চলেছেন বঙ্গকন্যা পায়েল মুখার্জী।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।