Abir-Jaya: রটারড্যামে পাড়ি দিল শশী-কুসুমের আখ্যান
বাংলা চলচ্চিত্র জগতে সাহিত্যের অবদান রয়েছে বরাবরই। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ বড়পর্দায় আসছে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের হাত ধরে। আবীর চট্টোপাধ্যায়, জয়া আহসান অভিনীত সেই ছবি এবার পাড়ি দিচ্ছে নেদারল্যান্ডের রটারড্যামে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসে গ্রামের ছেলে শশী ছিল ডাক্তার। কলকাতায় গিয়ে প্র্যাকটিস করার ইচ্ছে তার। স্বপ্ন বিলেতে যাওয়ার। কিন্তু বিভিন্ন কারণে গ্রাম ছেড়ে বেরনো হয় না তার। সুমন মুখোপাধ্যায়ের ছবিতে এই চরিত্র ফুটিয়ে তুলবেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। কুসুমের চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের মত দক্ষ অভিনেতা-অভিনেত্রী রয়েছেন এই ছবিতে।
কালজয়ী এই উপন্যাসকে বড়পর্দায় আনার পরিকল্পনা ছিল বহুদিন থেকেই। তবে মুক্তির আগেই যে এই ছবি সুসংবাদ বয়ে আনবে, তা হয়ত কল্পনা করেননি নির্মাতা বা কলাকুশলীরা কেউই। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগস্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এই ছবি। এই উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
ছবির পরিচালক সুমন মুখোপাধ্যায় বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। আমার এতবছরের চলচ্চিত্র জীবনে এ এক বিশিষ্ট প্রাপ্তি। আর অবশ্যই এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাঁদের সবটা উজাড় করে দিয়েছেন এই ছবির নির্মাণে। তাঁদের জানাই আমার কুর্নিশ।’
সমীরণ দাসের ‘ক্যালাইডোস্কোপ’ প্রযোজিত এই ছবির পোস্টার মুক্তি পেল আজ, ১৯শে ডিসেম্বর। ছবির মিউজিকের দায়িত্বে আছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখেছেন সুমন মুখোপাধ্যায়। বহুদিন পর, বাংলায় ছবি তৈরী করেছেন তিনি।
আগেই পরিচালক জানিয়েছিলেন, এই উপন্যাস তাঁর হৃদয়ের কাছের উপন্যাস। সেই কাহিনীর হাত ধরেই এল বাংলা ছবির এই সাফল্য। সেই সুসংবাদে তাই আনন্দে মেতেছে বাংলা ছবির ভক্তেরা।