‘সাম্প্রদায়িক ছবিতে কাজ কেন!’, হুমকি ফোন পাচ্ছেন রাইমা

‘মা কালী’ ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন অভিনেত্রী রাইমা সেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চোখের বালির পর এই ছবি আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট।’ কিন্তু সেই ছবিতে অভিনয় করার দৌলতে যে এত হুমকি সহ্য করতে হবে, তা হয়ত স্বপ্নেও কল্পনা করেননি অভিনেত্রী। কিন্তু কেন এই হুমকি?

আসলে বিজয় ইয়েলাকান্তি পরিচালিত ‘মা কালী’ ছবিটি একটি সত্য ঘটনা, ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ অবলম্বনে তৈরী। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট অবিভক্ত বাংলার বুকে ঘটে গিয়েছিল নৃশংস হত্যাকাণ্ড। সাম্প্রদায়িক কিছু মানুষ নির্বিচারে হত্যা করতে শুরু করেছিলেন অন্য সম্প্রদায়ের মানুষদের। বেধেছিল রক্তক্ষয়ী দাঙ্গা। গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই দাঙ্গা বন্ধ হলেও, তার ক্ষত নিজের বুক থেকে মুছে ফেলতে পারেনি কলকাতা।

সেই ভয়ানক স্মৃতিকে ঘিরেই বোনা হয়েছে ‘মা কালী’র গল্প। আর তাতেই কিছু মানুষের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী রাইমা সেন। তাঁদের ধারণা, আসন্ন লোকসভা ভোটের আগে এই ছবিকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করা হচ্ছে। ‘আনন্দবাজার অনলাইন’কে রাইমা জানিয়েছেন, ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে অকথ্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে রাইমাকে।

সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে তিনি এই ছবি করতে রাজী হলেন, এমন প্রশ্নও করেছে মৌলবাদীরা। হুমকি দিয়েছে, ‘আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে!’ সম্প্রতি বিবেক অগ্নিহোত্রীর ‘ভ্যাকসিন ওয়ার’ ছবিতে অভিনয় করার কথা ঘোষণা করার পরও সোশাল মিডিয়ায় তৈরী হয়েছিল বিতর্ক। কিন্তু বাড়িতে ফোন করে হুমকি দেওয়ার ঘটনা তাঁর কেরিয়ারে প্রথম বলেই জানিয়েছেন অভিনেত্রী।

বর্তমানে মুম্বাইতে আছেন রাইমা। বাড়িতে আছেন বর্ষীয়ান বাবা-মা। স্বাভাবিকভাবেই এই হুমকিতে বিচলিত হয়ে পড়েছেন তাঁরা। ছবির টিজার-ট্রেলার মুক্তির পরেও এই সমস্যা না কমলে, আইনের দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top