Ranveer-Deepika: সন্তান-জল্পনার অবসান, সত্যি জানালেন দীপিকা

কয়েকদিন আগেই বলিপাড়ার বাতাসে ভাসছিল এক নতুন জল্পনা। দীপিকা পাড়ুকোন নাকি মা হতে চলেছেন! ‘71/1 MB’-ও আপনাদের জানিয়েছিল সেই সম্পর্কে। তবে সব জল্পনা শেষ করলেন অভিনেত্রী নিজেই। খবরের সত্যতা সম্পর্কে ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানালেন তিনি।

বিয়ে করেছেন পাঁচবছর অতিক্রান্ত। সবসময়েই ভক্তদের চর্চায় থাকেন এই দম্পতি। আরো একবার চর্চার শিখরে উঠে এলেন রণবীর-দীপিকা। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছিল, অভিনেত্রী নাকি এবার মা হতে চলেছেন। তবে খবরের সত্যতা সম্পর্কে ছিল সন্দেহ। কারণ, যাঁদের সন্তানের আশায় সমাজমাধ্যম তোলপাড়, কোনো প্রতিক্রিয়াই তখন পাওয়া যায়নি তাঁদের কাছ থেকে। তাছাড়া এই প্রথম নয়, এর আগেও দীপিকা পাড়ুকোনের গর্ভাবস্থা নিয়ে গুজব রটেছিল। ‘ফাইটার’ ছবির প্রোমোশনে একটি ছবি পোস্ট করলে ভক্তরা অনেকেই ‘বেবিবাম্প’ খুঁজে পেয়েছিলেন সেই ছবিতে।

তবে আজ সকালে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, খবর সত্যি। সত্যিই মা হতে চলেছেন তিনি। সত্যিই নতুন অতিথি আসতে চলেছে দীপিকা-রণবীরের সংসারে। চলতি বছরের প্রথমেই এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, ‘আমি আর রণবীর দুজনেই বাচ্চা ভালবাসি। কবে আমরা নিজেদের একটা পরিবার গড়ে তুলতে পারব, আমরা দুজনেই সেইদিনের অপেক্ষায় আছি।’

পোস্টটি করার পর থেকেই তার কমেন্ট সেকশন ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালসহ ত্রিশ হাজারের বেশী মানুষ মন্তব্য করেছেন সেই পোস্টে। দশ লক্ষাধিক মানুষ লাইক করেছেন সেই পোস্ট।

গতমাসের শেষেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘ফাইটার’। সেই ছবিতে, দীর্ঘদিনের কেরিয়ারে প্রথমবারের জন্য জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। দর্শকদের কাছে বেশ জনপ্রিয়ও হয়েছে সেই ছবি। এখনো তাঁর ঝুলিতে বেশ কয়েকটি ছবি রয়েছে বলেই জানা গিয়েছিল। তার মাঝেই এমন সুখবর স্বাভাবিকভাবেই আরো ভাল করে দিয়েছে ভক্তদের মন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top