‘সারেগামাপা’র DRR স্টুডিয়োয় শ্যুটিং ফ্লোরে ভয়ানক অগ্নিকাণ্ড!

রাজারহাটের ডি. আর. আর স্টুডিয়োয় শ্যুট হয় বেশ কিছু জনপ্রিয় বাংলা ননফিকশন শোয়ের। ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে শুরু করে ‘সারেগামাপা’ সবকিছুর শ্যুটিংই হয় এই স্টুডিয়োয়। অথচ আজ সোমবার, আচমকাই আগুন ধরে যায় এই স্টুডিয়োয়।

 

আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই আগুন ধরে যায় এই স্টুডিয়োসংলগ্ন দুটি মেকআপ ভ্যানে। জানা গিয়েছে, প্রথমে স্টুডিয়োর ক্যান্টিনে ধরেছিল আগুন। সেখান থেকেই মেকআপ ভ্যানে লেগে যায় আগুন। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। ভাইরাল একটি ছবিতে দেখা গিয়েছে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে পরিবেশ।

বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘দাদাগিরি’ হোক, বা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘দিদি নাম্বার ওয়ান’, প্রত্যেকটি রিয়্যালিটি শো-ই অত্যন্ত জনপ্রিয় দর্শকমহলে। জি বাংলার আরো একটি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা লেজেন্ডস’-এর একটি শো দেখা যাবে টেলিভিশনের পর্দায়। অনির্বাণ ভট্টাচার্য্য সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তাও কোনো অংশে কম নয়।
এত জনপ্রিয় এবং জনবহুল একটি স্টুডিয়োয় এধরনের অগ্নিকাণ্ড আতঙ্ক জাগিয়েছে সকলের মনেই। তবে আজকের শ্যুটিং সম্ভবত বাতিল করা হচ্ছে না বলেই জানা গিয়েছে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top