KING:বাদশার ভিডিওতে উঁকি মারছে “কিং”! প্রকাশ্যে চিত্রনাট্য
রবিবার তার দল তৃতীয় বার আইপিএল ট্রফি ঘরে তুলেছে।হাসপাতাল থেকে বেরিয়েই তিনি সোজা চেন্নাই পৌঁছে দলের সাথে আনন্দ ভাগ করে নিয়েছেন।গত বছর পরপর তিনটি হিট সিনেমা দেওয়ার পর সবাই বলতে শুরু করে কিং ইস ব্যাক।তখনও তিনি চুপই ছিলেন।কিন্তু মঙ্গলবার মাঝরাতে একটি সাদামাটা ভিডিও গোটা শাহরুখ ফ্যানদের রাতের ঘুম নষ্ট করে দিয়েছে।
কিছু দিন ধরেই জল্পনা চলছিল,শাহরুখের আগামী ছবি নিয়ে।অনেকের মুখে “কিং” ছবি নিয়ে একটা খবর ঘুরছিল।যার সত্যতা কেউই যাচাই করেনি।তবে আজ রাতে শাহরুখ খান তার বহু পুরাতন সহকর্মী তথা পরিচালক ও চিত্রগ্রাহক সন্তোষ শিবানকে শুভেচ্ছা জানানোর সময় নজরে আসে একটা জিনিষ।দেখা যায় শাহরুখ ক্যামেরার সামনে কথা বলছেন ঠিকই,তবে তার পাশে রাখা টেবিলে একটা চিত্রনাট্য রাখা আছে।আর সেটা একটু কাছ থেকে দেখলে পরিষ্কার দেখা যাচ্ছে,সেখানে লেখা রয়েছে “কিং”। যেখান থেকেই আনফিসিয়াল ভাবেই সিলমোহর পড়ে গেল বাদশাহর আগামী প্রজেক্টের।
সূত্র মারফত জানা যাচ্ছে এই সিনেমাতে প্রথম বার বাবা আর মেয়ে অর্থাৎ কিং খান আর সুহানা খান একসাথে অভিনয় করবেন।ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ।কিছু দিন আগে নাইট ক্লাবের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন,পরের মাস থেকে তার সিনেমার শুটিং পিছিয়ে যাওয়ার কারণে এইবার কেকেআর টিমের অনেক খেলা তিনি দেখতে এসেছেন।তবে এখন দল চ্যাম্পিয়ন হয়ে গেছে।তাই আবার কাজে ফিরতে চলেছেন বাদশাহ।
আশা করা যায় খুব তাড়াতাড়ি এই সিনেমার ঘোষণা করা হবে প্রযোজনা সংস্থার তরফ থেকে।তবে মাঝে রাতে এই কিং খানের এই ছোট্ট চমক দেখে তার ফ্যানরা সোশ্যাল মিডিয়াতে আনন্দ উৎসব শুরু করে দিয়েছেন।কারণ আবার একটা নতুন সিনেমা আসার উন্মাদনা।অপেক্ষা আর একবার একটি সাধারণ দিনকে উৎসবে পরিণত করার স্বপ্নকে পূরণ করার।